সালমান খানের ভক্তরা যখন ‘সিকান্দার’-এর পর তার শক্তিশালী প্রত্যাবর্তন নিয়ে জল্পনা শুরু করেছেন, তখনই এই সুপারস্টার সাড়া দিলেন। অভিনেতা তার আসন্ন ছবি ‘ব্যাটল অব গালওয়ান’-এর ফার্স্ট লুক সোশাল মিডিয়ায় প্রকাশ করেছেন।
সালমান অপূর্ব লাখিয়া পরিচালিত তার আসন্ন ছবি ‘ব্যাটল অব গালওয়ান’-এর লুকটি প্রকাশ্যে আনলেন। মোশন পোস্টারে সালমান খানের মুখে রক্তের দাগ দেখা যাচ্ছে; ছবিতে তার গোঁফও রয়েছে।
জানা গেছে, সালমান কর্নেল বি সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করছেন, যিনি ২০২০ সালে চীনা সৈন্যদের সাথে গালওয়ান উপত্যকার সংঘর্ষের সময় ১৬ বিহার রেজিমেন্টের নেতৃত্ব দিয়েছিলেন। ২০২০ সালের ১৫-১৬ জুন সংঘটিত সংঘর্ষে উভয় পক্ষেরই হতাহতের ঘটনা ঘটে। প্রায় ৪৫ বছরের চীন-ভারত সীমান্তসংঘাতে এটিই প্রথম প্রাণহানির ঘটনা। ওই যুদ্ধে লাঠি, পাথর আর হাতাহাতির ঘটনা ঘটেছিল কারণ ওই এলাকায় আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ ছিল।
ছবিটির কাহিনী ভারতের ইতিহাসের সবচেয়ে নৃশংস যুদ্ধগুলোর মধ্যে একটি যেখানে একটিও গুলি চালানো হয়নি।
ছবিটি শিব অরুর এবং রাহুল সিং রচিত ‘ইন্ডিয়াস মোস্ট ফিয়ারলেস ৩’-এর একটি গল্পের ওপর ভিত্তি করে তৈরি।
সূত্র: এনডিটিভি