৮ জুলাই ২০২৫ মঙ্গলবার
প্রকাশ : ৪ জুলাই ২০২৫, ১১:১৯ পিএম

এ সম্পর্কিত আরও খবর

রজনীকান্তের ‘কুলি’তে রাফ অ্যান্ড টাফ আমির, ক্যামিও চরিত্রেই বাজিমাত

প্রকাশ : ৪ জুলাই ২০২৫, ১১:১৯ পিএম
রজনীকান্তের ‘কুলি’তে রাফ অ্যান্ড টাফ আমির, ক্যামিও চরিত্রেই বাজিমাত

‘সিতারে জামিন পর’-এর পর এবার নতুন লুকে আমির খান। রজনীকান্তের বহু প্রতীক্ষিত ছবি ‘কুলি’তে আমিরকে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে। এটি বলিউড সুপারস্টারের তামিলে অভিষেক। এই অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবিতে তার চরিত্রের নাম ‘দাহা’। তবে নিছকই ক্যামিও চরিত্র বলা ঠিক হবে না। আমিরের চরিত্রটির এই ছবিতে আলাদা গুরুত্ব রয়েছে। বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে ‘কুলি’তে আমিরের ফার্স্ট লুক। যা ইতিমধ্যেই আলোড়ন ফেলেছে।

সাদা-কালো ছবিটিতে আমিরকে রাফ অ্যান্ড টাফ লুকে দেখা গেল। বাইসেপসে ট্যাটু, চোখে সানগ্লাস, মুখে চুরুট, ধোঁয়ার রিং- ‘মিস্টার পারফেকশনিস্ট’কে একেবারে ভিন্নভাবে সামনে এলেন। ছবির প্রযোজনা সংস্থার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে আমিরের এই লুক।

আমির খানকে এভাবে দেখে উচ্ছ্বসিত ভক্তরা। ‘কুলি’র জন্য ১০ দিনের ওপরে শুট করেছেন বলিউড সুপারস্টার। সূত্র জানায়, ‘আমির খানের চরিত্র নিছক ক্যামিও নয়। দুই মহাতারকা (আমির ও রজনীকান্ত)-এর মধ্যে ১৫ মিনিটের একটা গোটা অ্যাকশন দৃশ্য থাকবে ছবিতে।’

ক্যামিও চরিত্রের প্রস্তাব পেয়ে কী বলেছিলেন আমির?
প্রসঙ্গত আমির খান এর আগে বলেছিলেন, ‘এই কাজটি করতে আমার সত্যিই ভালো লেগেছে। আমি রজনী স্যারের একজন বড় ভক্ত… একজন খুব বড় ভক্ত। রজনী স্যারের প্রতি আমার অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা আছে। তাই আমি স্ক্রিপ্টটাও শুনিনি। যখন লোকেশ আমাকে বললেন, এটা রজনী স্যারের ছবি এবং তিনি চান আমি একটা ক্যামিও করি, আমি তখনই বলে দিয়েছিলাম, ঠিক আছে। আমি এটা করছি। যাই হোক না কেন, আমি এটা করছি।’

‘কুলি’ তামিল ভাষার অ্যাকশন থ্রিলার ছবি। এটি লোকেশ কঙ্গরাজ পরিচালিত এবং সান পিকচার্স প্রযোজিত। ছবিতে রজনীকান্ত প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও সৌবিন সাহির, নাগার্জুন, শ্রুতি হাসান, সত্যরাজ এবং উপেন্দ্র রয়েছেন। ছবিটি ১৪ অগস্ট তামিল ছাড়াও মুক্তি পাবে তেলুগু, হিন্দি এবং কন্নড় ভাষায়।
সূত্র: বলিউডলাইফডটকম

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x