৮ জুলাই ২০২৫ মঙ্গলবার
প্রকাশ : ৫ জুলাই ২০২৫, ১২:০৬ এএম

এ সম্পর্কিত আরও খবর

একাধিক চমক দিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

প্রকাশ : ৫ জুলাই ২০২৫, ১২:০৬ এএম

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে আবারও জায়গা করে নিয়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম এবং পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তবে ব্যর্থতার দায়ে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

টি-টোয়েন্টি ব্যাটিং লাইনআপে দীর্ঘদিন ধরে বাজে পারফরম্যান্সের কারণে বছরের শুরুতেই অধিনায়কত্ব ছেড়েছিলেন নাজমুল। তার জায়গায় নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় লিটন দাসকে, যিনি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন। নাজমুলের শেষ ১৯ ইনিংসে নেই কোনো ফিফটি, এবার দল থেকেও ছিটকে পড়লেন তিনি।

এ ছাড়া দলে রাখা হয়নি সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদকে। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন নাঈম ও সাইফউদ্দিন, সঙ্গে চোট কাটিয়ে ফেরা মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদও ফিরেছেন স্কোয়াডে। অবশ্য তাসকিনকে সব ম্যাচ খেলানো হবে না। স্পিন আক্রমণে থাকছেন নাসুম আহমেদ ও পেসার শরীফুল ইসলাম।

২০২২ সালের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে শেষবার টি-টোয়েন্টি খেলেছিলেন নাঈম। দীর্ঘ বিরতির পর আবারও জাতীয় দলে ডাক পেলেন তিনি। ইতিমধ্যে ওয়ানডে স্কোয়াডেও আছেন এই বাঁহাতি ওপেনার। অন্যদিকে, সাইফউদ্দিন সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২৪ সালের মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে।

বাংলাদেশ দলে নাঈম-সাইফউদ্দিনের প্রত্যাবর্তন নিঃসন্দেহে টিম ম্যানেজমেন্টের আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাওয়ার ইঙ্গিত। বিশ্বকাপের আগে সম্ভাব্য কম্বিনেশন পরীক্ষা করে দেখতে এ সিরিজে বিশেষ নজর থাকবে এই দুই ক্রিকেটারের পারফরম্যান্সের ওপর। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে আগামী সপ্তাহে। এর আগে লিটন দাসের নেতৃত্বে নতুন করে সাজানো এই দল কতটা কার্যকর হতে পারে, তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কমতি নেই।

বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন।

দলে ফিরলেন: মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ। বাদ পড়লেন: সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তানভির ইসলাম, হাসান মাহমুদ

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x