গতকাল ৪ জুলাই (শুক্রবার) অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এর প্রেস সচিব শফিকুর আলম তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। ঢাকাডায়েরি হ্যাশট্যাগে দেওয়া সেই পোস্টটি ছিল ইংরেজিতে।
পোস্টে তিনি সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনির কড়া সমালোচনা করেন ও অভিযোগ করে লেখেন, গোলাম মাওলা রনি এখন টেলিভিশন টকশো ও ইউটিউবে মিথ্যাচার ও বিভ্রান্তির অন্যতম প্রধান উৎসে পরিণত হয়েছেন।
গতকাল রাতেই সেই ফেসবুক পোস্টের জবাব দেন গোলাম মাওলা রনি। শুধু জবাবই দেননি। তিনি প্রেস সচিবের একটি ছবি পোস্টের সাথে শেয়ার করেন এবং তাকে বিদ্ধ করে লেখেন, ছবির ভদ্রলোকের একটি নাম আছে। কিন্তু তার নামের সঙ্গে হাল আমলে এমন এক উপাধি যুক্ত হয়েছে যা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষের মন মস্তিষ্কে কিয়ামত পর্যন্ত ঘুরপাক খাবে!
‘এই ধরনের লোকদের সম্পর্কে আমি সাধারণত কথা বলি না’ বলেও রনি লেখেন, কিন্ত রাষ্ট্রের হয়ে তিনি এমন কিছু করছেন এবং এমন কিছু বলছেন যার প্রতিবাদ করা নাগরিকদের জন্য ফরজে আইন। আর তাই একটি টেলিভিশন টকশোতে বলেছিলাম – ইউনুস সরকারকে ডুবানোর জন্য বাইরের কারো দরকার নেই, এই লোকটিই যথেষ্ট !
গোলাম মাওলা রনি লেখেন, আমার কথা শুনে নিশ্চয়ই লোকটির মাথা গরম হয়েছে এবং সেই গরমে তার মাথার বুদ্ধি প্রসারিত হয়ে শরীরের টুনটুনি ঝুনঝুনিতে ছড়িয়ে পড়েছে! তিনি আমার বিরুদ্ধে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এবং শহীদ নূর হোসেনকে নিয়ে আমি যে মন্তব্য করেছি তা তার ঝুনঝুনির বিবেক বুদ্ধি অনুযায়ী বিশ্লেষণ করেছেন।
রনি শেষে লেখেন, মব নিয়ে কথা বলতে গিয়ে আমি বলেছি নূর হোসেন এরশাদ জমানায় মবের শিকার হয়ে শহীদ হয়েছেন। মব যার ইংরেজি নাম জঙ্গল জাস্টিস তা কেবল জনগণ করে না, রাষ্ট্রীয় বাহিনীও করে। এই সোজা বিষয়টি অনুধাবনের জন্য লোকটির ঝুনঝুনিতে কয়মন তেল মালিশ করতে হবে তা যদি কেউ আমায় বলে দেন তবে খুবই উপকার হয়।