ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। তার ফেসবুকে প্রায়ই একটি ছোট বাচ্চার সঙ্গে মুহূর্ত কাটানোর ছবি ও ভিডিও পোস্ট করা হয়। আর সেই নিয়েই শুরু হয়েছে নানা রকম গুঞ্জন। কিছু ফেসবুক পেজ ও ভুঁইফোড় অনলাইন পোর্টাল দাবি করছে, বাচ্চাটির মা নাকি তানজিন তিশা নিজেই!
বিষয়টি নতুন মোড় নেয়, যখন গত শুক্রবার (৪ জুলাই) যুক্তরাষ্ট্রে একটি টকশোতে অংশ নেন তিশা। অনুষ্ঠানে তাকে জিজ্ঞেস করা হয়, পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান? উত্তরে তিশা বলেন, আই উইল বি আ মাদার। এরমধ্যে আমি বিয়ে করব, মা হব। তিশা খোলাখুলিভাবেই জানান, পারসোনাল লাইফ আড়াল করার কিছু নেই। তার ভাষায়, মানুষের প্রফেশনাল লাইফের পাশাপাশি পারসোনাল লাইফও গুরুত্বপূর্ণ, সেটা এড়িয়ে যাওয়া যায় না।
এরপর তাকে সরাসরি প্রশ্ন করা হয়, তাকে নিয়ে যেসব গুজব ছড়িয়েছে, তার একটি সম্পর্কে মতামত কী? জবাবে তিশা বলেন, শুনেছি আমার নাকি দুইটা বিয়ে হয়ে গেছে, আর এখন তৃতীয় বিয়ের খোঁজ চলছে! এমনকি আমার একটা বেবিও আছে, যাকে তার দাদির কাছে লুকিয়ে রেখেছি!” তিশা স্পষ্ট করে দেন, এসব রটনা মিথ্যে। বাচ্চাটি তার নিজের নয়, বরং তার বোনের সন্তান।
তবে এত ব্যাখ্যা দিয়েও যেন থামছে না গুজব। তাই শনিবার (৫ জুলাই) রাতে নিজের ফেসবুকে একটি তীব্র প্রতিক্রিয়াসূচক পোস্ট দেন তানজিন তিশা। তিনি লেখেন, যারা আমার ভাগ্নে-ভাগ্নির ছবি নিয়ে ভুঁইফোড় নিউজ করছে, তাদের বলছি, এখন পর্যন্ত যত লুকানো বাচ্চা আমার আছে, সব আমার কাছে পৌঁছে দিলে ২০ হাজার ডলার ‘ভিক্ষা’ দিব। আর যদি না পারো, নিজেই নিজেকে জুতা মারো তালে তালে। এই পোস্টটি দ্রুতই ভাইরাল হয়ে যায়। কেউ তিশার রসিকতায় মুগ্ধ, কেউ আবার মন্তব্য করেছেন, তানজিন তিশার তো এখনও বিয়েই হয়নি, তাহলে সন্তান এলো কোথা থেকে?