গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ রবিবার (০৬ জুলাই) সকাল ১১টার সময় কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী পুকুরপাড় এলাকায় এঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
মারা যাওয়া দুই শিশু হলো জুনায়েদ ও আব্দুল মোমিন। তারা বাগানবাড়ী এলাকায় বাবা-মায়ের সাথে থেকে স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করত।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন করায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়।