ভারতের মুম্বাইয়ে দুই টিনেজারের সমকামী সম্পর্কের ইতি ঘটল একটি মর্মান্তির হত্যার ঘটনার মাধ্যমে। নিহত কিশোরের বয়স ১৬ আর অভিযুক্তের বয়স ১৯। তাদের মধ্যে সমলিঙ্গের সম্পর্ক ছিল বলে জানা গেছে।
নিহত নাবালকের পিতা অভিযোগ করেন, তার ছেলেকে ঠাণ্ডা পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ানো হয় এবং বিষক্রিয়ায় তার মৃত্যু হয়। এরপর ১৯ বছর বয়সী অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পুলিশ এখন অভিযোগ নিশ্চিত হওয়ার জন্য ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় আছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর বাবা তার অভিযোগে বলেছেন যে ২৯ জুন নিহত কিশোর তার বাড়ি থেকে হাঁটতে বেরিয়েছিল। রাতে সে ফিরে না আসায় তল্লাশি শুরু হয়। পরদিন, ভুক্তভোগীর এক বন্ধু তার পরিবারকে জানায় যে সে আগের দিন অভিযুক্তের বাড়িতে গিয়েছিল। ভুক্তভোগীর পরিবারের সদস্যরা অভিযুক্তের বাড়িতে পৌঁছালে তারা কিশোরটিকে বিছানায় এবং অভিযুক্তকে তার পাশে বসে থাকতে দেখে। কিশোরকে ঘুমন্ত ভেবে জাগিয়ে তোলার চেষ্টা করা হয় এবং তা ব্যর্থ হলে একজন চিকিৎসককে ডেকে এসে তারা নিশ্চিত হয় যে তার মৃত্যু হয়েছে।
তদন্তে জানা গেছে যে অভিযুক্ত তরুণ ভুক্তভোগীকে ঠাণ্ডা পানীয় পান করান। এর পর ওই কিশোর বমি করতে শুরু করে এবং মারা যায়।
ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ অনুসারে, অভিযুক্ত তরুণ প্রায় চার মাস আগে ভুক্তভোগীকে নাগপুরে নিয়ে যায় তার পরিবারের অজান্তে। যখন সে ফিরে আসে, তখন ভুক্তভোগীর বাবা-মা তাকে অভিযুক্তের কাছ থেকে দূরে থাকতে বলেন। এরপর ভুক্তভোগী অভিযুক্তের সাথে দেখা করা এবং কথা বলা বন্ধ করে দেয়। এতে বিরক্ত হয়ে অভিযুক্ত তাকে হত্যার পরিকল্পনা করে। ভুক্তভোগীকে তার বাড়িতে ডেকে নেয় এবং তাকে বিষযুক্ত ঠাণ্ডা পানীয় পান করায়। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত এগিয়ে নিতে পুলিশ ফরেনসিক রিপোর্টের অপেক্ষায়।