চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ বেদবাড়ী রেলগেটের অদূরে চলন্ত ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি মারা গেছেন।
আজ রবিবার (০৬ জুলাই) সকালে জিআরপি পুলিশ মরদেহটি উদ্ধার করে চুয়াডাঙ্গা রেলস্টেশনে নিয়ে আসে। তবে মৃত ব্যক্তির পরিচয় মেলেনি।
চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ির এসআই জগদীশ কুমার জানান, শনিবার (০৫ জুলাই) দিবাগত রাত ২টার দিকে খবর পেয়ে পুলিশের একটি দল মুন্সীগঞ্জ বেদবাড়ী রেলগেটের অদূরে মাঠের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখে। ধারণা করা হচ্ছে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কেটে ওই ব্যক্তি মারা গেছে। মরদেহ শরীর থেকে মাথা আলাদা হয়ে গেছে। মাথার কোনো চিহ্ন নেই। ডান হাত একেবারে থেতলে গেছে। পা কেটে পড়ে গেছে। মরদেহের পাশে একটি ছেঁড়া লুঙ্গি ও শার্ট পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর হতে পারে। কিভাবে এঘটনা ঘটেছে তা জানা যায়নি।
পিবিআই পরিদর্শক নাসির উদ্দিন বলেন, আমরা মরদেহটি শনাক্তের চেষ্টা করছি। তবে হাতের কোনো চিহ্ন নেই, মুখমণ্ডলের কোনো আকৃতি না থাকায় আমরা এখনো পরিচয় শনাক্ত করতে পারিনি।