টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন।
আজ সোমবার (০৭ জুলাই) দুপুরে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার বাঘিল-নেকীবাড়ী এলাকায় এঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে, নিহত ও আহতরা অটোরিকশার যাত্রী।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ জানান, ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়। আহত হয় একজন। তিনি আরো জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। মরদেহ সুরতহাল শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।