৩১ আগস্ট ২০২৫ রবিবার
প্রকাশ : ৯ জুলাই ২০২৫, ১:৩৪ এএম

এ সম্পর্কিত আরও খবর

স্মৃতি ইরানি: আগে প্রতি এপিসোডে নিতেন ১৮০০ রুপি, এবার ১৪ লাখ

প্রকাশ : ৯ জুলাই ২০২৫, ১:৩৪ এএম
ফিরছেন স্মৃতি ইরানি, ফিরছে 'কিউ কি সাস ভি কাভি বহু থি'

আজ থেকে ২৫ বছর পাঁচ দিন আগে (০৩ জুলাই, ২০০০) স্টার প্লাসে শুরু হয়েছিল দীর্ঘ সোপ অপেরা (ভারতের টেলিভিশনে প্রচারিত ধারাবাহিক নাটককে সোপ অপেরা বলা হয়) ‘কিউ কি সাস ভি কাভি বহু থি’ (কারণ একজন শাশুড়িও একসময় পুত্রবধূ ছিলেন)। সোপ অপেরাটি নির্মাণ করেছিলেন একতা কাপুর। বালাজি টেলিফিল্মসের ব্যানারে এটির প্রযোজনা করেন শোভা কাপুর এবং একতা কাপুর।

সোপ অপেরাটিতে প্রধান চরিত্রটি ছিল একজন আদর্শ গৃহবধূর। তুলসী বিরানি নামের সেই চরিত্রটিতে অভিনয় করেছিলেন টেলিভিশন পারসনালিটি, ফ্যাশন মডেল, অভিনয়শিল্পী এবং বিশিষ্ট রাজনীতিবিদ স্মৃতি ইরানি।

সর্বসম্পতি ভারতীয় রাজনীতিতে স্মৃতি ইরানি এক পাওয়ারহাউজের নাম। তিনি ভারতের মসনদে বসা ভারতীয় জনতা পার্টির একজন বড় নেতা। তিনি বিজেপি মহিলা মোর্চার কেন্দ্রীয় সভাপতি ছিলেন তিন বছর। এর পর দুবার রাজ্যসভার সদস্য এবং একবার লোকসভার। এছাড়াও তিনি ইউনিয়ন ক্যাবিনেট মন্ত্রী হিসেবে মানবসম্পদ উন্নয়ন, তথ্য ও সম্প্রচার, টেক্সটাইল, নারী ও শিশু উন্নয়ন এবং সংখ্যালঘু বিষয়ক গুরুত্বপূর্ণ মোট পাঁচটি মন্ত্রণালয় সামলেছেন।

সেই স্মৃতি ইরানি প্রায় দুই দশক পর ফের ফিরছেন অভিনয়ে। উল্লেখ্য, প্রায় আট বছর চার মাসে মোট ১৮৩৩টি এপিসোডের পর ২০০৮ সালের ৬ নভেম্বর সম্প্রচার বন্ধ হয়ে যায় ‘কিউ কি সাস ভি কাভি বহু থি’ নামের ভীষণ জনপ্রিয় সেই ধারাবাহিকটির।

আসছে ‘কিউকি’র রিবুট এপিসোড। আগামী ২৯ জুলাই ভারতীয় স্থানীয় সময় সাড়ে ১০টায় স্মৃতি ইরানিকে ফের দেখা যাকে ‘কিউকি’র রিবুট এপিসোডে।

পুরো ভারত তাকিয়ে আছে স্মৃতি ইরানির আইকনিক কামব্যাক দেখার জন্য।

স্মৃতি ইরানি ফিরছেন এটাই তার ভক্তদের জন্য যথেষ্ট। তবে আরো কিছু তথ্য আছে যেগুলো শেয়ার করা প্রয়োজন। আপনি শুনলে অবাক হবেন, আজ থেকে ২৫ বছর আগে যেই স্মৃতি ইরানিকে ‘কিউকি’র প্রতি এপিসোডে অভিনয়ের জন্য ১৮ শ রুপি পারিশ্রমিক দেওয়া হতো আজ তার অবস্থানের এতটাই পরিবর্তন হয়েছে যে সেই স্মৃতি ইরানিকেই এবার ‘কিউকি’র প্রতিটি রিবুট এপিসোডের জন্য দিতে হবে ১৪ লাখ রুপি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ১৪ লাখ রুপি।

‘কিউকি’তে স্মৃতি এতটাই জনপ্রিয় ছিলেন যে এখনো মানুষ সেই এপিসোডগুলো দেখেন। শুধু তা-ই নয়, বর্তমান প্রজন্মের কাছেও স্মৃতি ইরানি সেই ২০০০ সালের ‘কিউ কি সাস ভি কাভি বহু থি’র মতোই জনপ্রিয়।

নির্মাতারা (স্টার প্লাস ও একতা কাপুর) গতকাল ইনস্টাগ্রামে আসন্ন রিবুট সিরিজের প্রথম ঝলক শেয়ার করেছেন। প্রোমেতে তুলসী বিরানির চরিত্রে স্মৃতি ইরানির প্রথম লুক ভক্তদের অনেক স্মৃতি ফিরিয়ে এনেছে।

পোস্টটিতে লেখা হয়েছে, আপনি কী এখনো বিশ্বাস করতে পারছেন না? ২৫ বছর পর তুলসি বিরানি ফিরছেন, এক নতুন কাহিনির সঙ্গে। আপনি তৈরি তো?

এরপর প্রচারের তারিখ ও সময় দেওয়া হয় পোস্টে।

প্রোমোতে তুলসী বিরানির চরিত্রে স্মৃতি ইরানি বলেন, আমি ফিরে আসছি। এত বছরের বন্ধন। সব মিলিয়ে এখন আবার আপনাদের সবার সাথে দেখা করার সময় এসেছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x