চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউপির রামচন্দ্রপুর বগিপাড়ায় মা-বাবাকে মারধর করায় গ্রামবাসীর পিটুনিতে মাদকসেবী এক যুবক নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বুধবার রাতে এঘটনা ঘটে। এ বিষয়ে সদর থানায় বৃহস্পতিবার একটি হত্যা মামলা দায়ের হয়েছে। নিহত যুবক মাহাবুর ইসলাম বাবু (২৮) গ্রামের শিশ মোহাম্মদের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই জানান, নিহতের ছোট বোন শিরিন ইয়াসমিন বাদী হয়ে মামলা দায়ের করেন। তিনি জানান, মামলার এজাহারের উল্লেখ করা হয়েছে, বুধবার সকালে মা হেনা বেগমের কাছে মাদকের টাকা চায় মাহাবুর। মা দিতে অস্বীকার করলে মাকে মারতে যায়। এসময় বাবা মাকে রক্ষা করতে এগিয়ে গেলে মাহাবুর বাবার গলা টিপে ধরে। শ্বাসরদ্ধ হয়ে বাবার মৃত্যুর উপক্রম হলে মা এগিয়ে আসে। তখন মাকে ইটের আঘাতে রক্তাক্ত করে বাড়ি থেকে বের হয়ে যায় সে। পরে বাড়িতে ফিরলে প্রতিবেশী ও স্বজনরা তাকে শাসন করতে গিয়ে বাড়ির খুঁটিতে বেঁধে লাঠিপেটা করে। এতে মারা যান মাহাবুর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।