গাজীপুরের শ্রীপুর উপজেলার পৌরসভর ৫ নম্বর ওয়ার্ডের গিলারচালা বনবিলাস গেট এলাকায় এক কিশোর আত্মহত্যা করেছে। নিহতের নাম রাব্বিল হোসেন (১৬), পিতা খাইরুল ইসলাম। তার বাড়ি নেত্রকোনা জেলার কমলাকান্দা থানার টেংগা গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিটের মধ্যে গিলারচালার একটি ভাড়া বাসায় সে আত্মহত্যা করে। সে দীর্ঘদিন ধরে গিয়াস উদ্দিনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল। ঘটনার সময় রাব্বিলের বাবা-মা ও আশপাশের কেউ বাসায় উপস্থিত ছিলেন না। এ সুযোগে সে নিজের কক্ষের আড়ার সাথে মায়ের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরবর্তীতে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে শ্রীপুর থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম জানান, খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের প্রেরণ করা হয়েছে।