রাজধানীর সূত্রাপুরে কাগজি টোলার একটি পাঁচতলা ভবনের নিচতলার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাদের তিন সন্তান রয়েছে।
আহতদের ভোর সাড়ে ৫টার দিকে দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।
দগ্ধরা হলেন— ভ্যানচালক মো. রিপন (৩৫), তার স্ত্রী মোসা. চাঁদনী (২৪), ছেলে তামিম (১৬), রোকন (১৪) ও এক মেয়ে (০১)। রিপনের গ্রামের বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালী।