২৪ আগস্ট ২০২৫ রবিবার
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১০:৪০ পিএম

এ সম্পর্কিত আরও খবর

ইজিবাইকে ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আটক দুই

প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১০:৪০ পিএম
ইজিবাইকে ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু

মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে আয়শা আক্তার (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুর পৌর ভবনের সামনে এঘটনা ঘটে। নিহত আয়শা সদর উপজেলার খোঁয়াজপুর ইউনিয়নের ‘খোঁয়াজপুর-টেকেরহাট’ এলাকার জামাল শিকদারের মেয়ে ও খোঁয়াজপুর-টেকেরহাট সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রি পাস কোর্সের শেষবর্ষের শিক্ষার্থী।

এঘটনায় শিহাব ও মামুন নামে দুজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে শিহাব মাদবর নিহত আয়শার পূর্বপরিচিত ও কলেজবন্ধু।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, বিকেলে ইজিবাইকযোগে মামাতো বোন রহিমা আক্তারকে সঙ্গে নিয়ে কেনাকাটা করতে নিজবাড়ি থেকে শহরের পুরান বাজার আসছিলেন আয়শা আক্তার। মাঝপথ থেকে আয়শার বন্ধু শিহাব মাদবর ও মামুন খান নামে দুই যাত্রী ওই ইজিবাইকে ওঠেন। মাদারীপুর পৌরসভা কার্যালয়ের সামনে আসলে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে আয়শার মৃত্যু হয়। পরে আয়শার মরদেহ মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে আনা হয়। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে আসে সদর মডেল থানা পুলিশ। বিষয়টিতে অস্বাভাবিক মনে হলে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় শিহাব ও মামুনকে। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, ওই শিক্ষার্থীর গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু হয়েছে মর্মে প্রাথমিকভাবে জানা গেছে। এঘটনায় দুই ইজিবাইক যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইজিবাইকচালককে শনাক্ত করা গেলে বিষয়টি ক্লিয়ার হওয়া যাবে। এছাড়া ময়নাতদন্তের রিপোর্ট হাতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা পেলে নেওয়া হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x