গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইছুটি এলাকায় অবস্থিত সাউদার্ন নিটঅয়্যার লিমিটেড কারখানায় ছাঁটাইকৃত ১৭ জন শ্রমিকের পুনর্বহাল ও দুই কর্মকর্তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
আজ শনিবার (১২ জুলাই) সকালে কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকরা প্রধান ফটকে টাঙানো ছাঁটাইয়ের নোটিশ দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন। কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে ১৭ জনকে ছাঁটাই করা হয়, যারা আগে বিভিন্ন দাবিতে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বলে জানা গেছে। ছাঁটাইয়ের খবরে অন্যান্য শ্রমিকরাও সংহতি প্রকাশ করে কর্মবিরতি পালন শুরু করেন।
পরে শ্রমিকরা কারখানার ভেতরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালসহ কারখানার মহাব্যবস্থাপক (জিএম) নূরুল ইসলাম ও উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মিজানুর রহমানের পদত্যাগের দাবি জানান।
খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কর্তৃপক্ষ একদিনের জন্য কারখানা ছুটি ঘোষণা করে, এরপর শ্রমিকরা বাড়ি ফিরে যান।
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার (এসপি) এ কে এম জহিরুল ইসলাম জানান, শ্রমিকরা কারখানার ভেতরে কর্মবিরতি পালন ও শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।