মাগুরা ঝিনাইদহ মহাসড়কের সদরের আলমখালি বাজারের পশ্চিশ পাশে রামনগর নামক স্থানে আজ রবিবার বেলা সাড়ে ১১টায় বাস ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাগর (২৭ ) নামে একজন নিহত হয়েছে।
নিহত সাগর সদরের হাজরাপুর ইউনিয়নের গোরীচরপুর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে। এঘটনায় ১০ আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় সোহাগ (২৮), শামসুল (৪৫), শিশু আয়ান (০৭) কে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা করা হয়েছে। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সকাল সাড়ে ১১টায় মাগুরার আলমখালী বাজার থেকে যাত্রী নিয়ে একটি ভ্যান ঝিনাইদহের হাটগোপালপুর বাজারে যাচ্ছিল। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের রামনগর এলাকার ঢালব্রীজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ভ্যানটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের খাদে উল্টে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ভ্যানচালক মাগুরা সদর উপজেলার গৌরিচরণপুর গ্রামে সাগর হোসেন মারা যায়। খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। মহাসড়কের গর্ত এড়িয়ে ভ্যানটি রাস্তার মাঝে চলে আসায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে হাইওয়ে পুলিশ।