২ আগস্ট ২০২৫ শনিবার
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ৫:১৪ পিএম

এ সম্পর্কিত আরও খবর

বগুড়ায় শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ৫:১৪ পিএম
বগুড়ার ওয়াপদা পুরান বগুড়া এলাকায় রেলগেট স্থাপন ও নিরাপত্তার দাবিতে রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। ছবি: সারাবেলার খবর

ববগুড়ার ওয়াপদা পুরান বগুড়া এলাকায় রেলগেট স্থাপন ও নিরাপত্তার দাবিতে রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

আজ সোমবার (১৪ জুলাই) সকাল থেকে সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবনের শিক্ষার্থীরা এই অবরোধ কর্মসূচি পালন করেন। ফলে উত্তরবঙ্গের সাথে সারাদেশের রেলযোগাযোগ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে।

‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে আয়োজিত এই অবরোধ কর্মসূচি ঘিরে পুরো এলাকা রেললাইন ঘেঁষে বিক্ষোভে মুখর হয়ে ওঠে। প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা মানববন্ধন ও স্লোগানের মাধ্যমে তাদের দাবি জানাতে থাকেন।

প্রসঙ্গত, গত ৬ জুলাই কলেজের পাশেই ওয়াপদা এলাকায় একটি অরক্ষিত রেলগেট দিয়ে মোটরসাইকেলে পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় নিহত হন আজিজুল হক কলেজের শিক্ষার্থী রাকিব হোসাইন মোস্তাকিম। এই মর্মান্তিক ঘটনার পর থেকেই শিক্ষার্থীরা নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়ে আসছিলেন।

আজকের অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, আমরা আর কোনো সহপাঠীকে রেলের নিচে পড়ে মরতে দিতে চাই না। আমাদের কলেজের সামনে অন্তত দুটি রেলগেট স্থাপন করতে হবে এবং সেখানে প্রশিক্ষিত গেটম্যান নিয়োগ দিতে হবে। তা না হলে আমরা আন্দোলন আরো তীব্র করব।

শিক্ষার্থীরা আরো জানান, তাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আগামীতেও রেল অবরোধসহ বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীদের দাবি আমলে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হলে দীর্ঘমেয়াদি দুর্ভোগে পড়তে পারে উত্তরবঙ্গবাসীসহ সারাদেশের যাত্রীসাধারণ।

সকাল থেকে অবরোধ চলতে থাকায় রেললাইনে আটকে পড়ে ঢাকা, রাজশাহী, রংপুরসহ বিভিন্ন রুটের ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। এতে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে দেখা গেছে।

এদিকে নিরাপত্তা রক্ষার্থে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত থাকলেও শিক্ষার্থীরা দৃঢ়প্রতিজ্ঞ, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অবস্থান ছাড়বেন না।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x