১ আগস্ট ২০২৫ শুক্রবার
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১২:১০ পিএম

এ সম্পর্কিত আরও খবর

প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্যপদে দ্রুত নিয়োগের নির্দেশ

প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১২:১০ পিএম
প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্যপদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সংকট নিরসনে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৪ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশ দেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. বিধান রঞ্জন রায় পোদ্দার, সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রধান উপদেষ্টার মুখ্যসচিব সিরাজ উদ্দিন মিয়াসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

বৈঠকে প্রধান উপদেষ্টা দেশের প্রাথমিক শিক্ষার মান, শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক সম্পর্ক এবং স্কুলগুলোর র‌্যাংকিং জানতে চান। উপদেষ্টা বিধান রঞ্জন রায় জানান, ‘শিক্ষার মান বৃদ্ধিতে অবকাঠামো উন্নয়নে বিপুল অর্থব্যয় হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত ফল আসেনি। আমরা স্কুলগুলোর পারফরম্যান্স অনুযায়ী র‍্যাংকিং করছি। পিছিয়ে থাকা বিদ্যালয়ের জন্য বিশেষ কর্মসূচি নেওয়া হচ্ছে।’

তিনি আরো বলেন, মূল্যায়নে দেখা গেছে, ভালো ফল করা বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের দক্ষতা এবং সহকর্মীদের সঙ্গে তার আচরণমূলক সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশে বর্তমানে প্রায় ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শূন্য রয়েছে বলেও বৈঠকে অবহিত করা হয়।

এ প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা বলেন, ‘যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে প্রধান শিক্ষক নিয়োগ করতে হবে। দীর্ঘদিন শিক্ষকতা করছেন এমন অভিজ্ঞদের পাশাপাশি তরুণদেরও সুযোগ দিতে হবে।’

তিনি দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্নে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে সমন্বয় করে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। একই সঙ্গে শিক্ষক বদলির নীতিমালা হালনাগাদ করার দিকেও গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘এক উপজেলায় নিয়োগ পেয়ে শহরকেন্দ্রিক স্কুলে বদলি পেতে অনেক শিক্ষক তদবির করেন। এধরনের তদবির ঠেকাতে বদলির জন্য স্বচ্ছ ও কঠোর নীতিমালা প্রণয়ন জরুরি।’

বৈঠকে তিনি স্কুলগুলো নারীবান্ধব হচ্ছে কি-না, সে বিষয়েও খোঁজ নেন। বলেন, ‘স্কুলের অবকাঠামো নির্মাণে অন্তত একজন নারী স্থপতিকে কমিটিতে রাখা বাধ্যতামূলক করতে হবে, যাতে নারী শিক্ষার্থীদের চাহিদা বিবেচনায় নেওয়া যায়।’

প্রধান উপদেষ্টা প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের ওপরও গুরুত্বারোপ করেন। পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি স্তরে শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x