নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি নিবন্ধন চাওয়া নতুন ১৪৪টি দল। নিবন্ধনের আবেদনে ঘাটতি থাকা কাগজপত্র ইসিতে জমা দিতে আরো ১৫ দিন সময় পাচ্ছে দলগুলো।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ গণমাধ্যমকে জানান, প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হবে। পরবর্তী ধাপে অন্যান্য দলগুলোকেও চিঠি দেওয়া হবে। এক্ষেত্রে ১৫ দিন সময়ের মধ্যে যেসব ত্রুটি বিচ্যুতি আছে তা পূরণ করতে হবে।
এর আগে গত ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধনপ্রত্যাশী দলগুলোকে আবেদন দেওয়ার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছিল ইসি। তবে জাতীয় নাগরিক পার্টিসহ বেশকিছু দল আবেদন করলে ২২ জুন পর্যন্ত সময় বাড়ায় সংস্থাটি। ওই সময় পর্যন্ত ১৪৪টি দল ১৪৭টি আবেদন করে।
ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাথমিক বাছাইয়ে দলগুলোর মধ্যে কোনোটিই উত্তীর্ণ হতে পারেনি। তাই প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হচ্ছে। আর ৮২টি দলকে দ্বিতীয় ধাপে চিঠি দেওয়া হবে।