৩ আগস্ট ২০২৫ রবিবার
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ৩:২৪ পিএম

এ সম্পর্কিত আরও খবর

চুয়াডাঙ্গায় দুটি হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডাদেশ

প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ৩:২৪ পিএম
চুয়াডাঙ্গায় দুটি হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডাদেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও জীবননগরে পৃথক দুটি হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (১৬ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আকবর আলী শেখ চাঞ্চল্যকর এ দুটি মামলায় আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, আলমডাঙ্গার বামানগরের কাশেম আলীর ছেলে স্বাধীন আলী ও চুয়াডাঙ্গা ফার্মপাড়ার মৃত বিপ্লব হোসেনের ছেলে আশিকুর রহমান আশিক। তাদের মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করেন এবং পাঁচজনকে খালাস প্রদান করেন।

অপর মামলায় জীবননগরের গঙ্গাদাশপুরের ইব্রাহীম মন্ডলের ছেলে জমির উদ্দিনকে দিনমজুর বাবলু রহমানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত।

মামলা সূত্রে জানা গেছে, আলমডাঙ্গার জেহালার চাঞ্চল্যকর ঠিকাদার কামাল হোসেন (৬৩) কে ২০২২ সালের ৯ মে রাতে জমিজমাসংক্রান্ত পূর্ব বিরোধের জেরে একদল সন্ত্রাসী বাড়ি থেকে কৌশলে ডেকে মারপিট করলে গুরুতর জখম হন। এরপর কামাল হোসেন বাড়ি ফিরে না আসায় কামালের স্ত্রী বাড়ির বাইরে বের হলে কামালকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ এসে কামালকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কামাল হোসেনকে মৃত ঘোষণা করেন।

এঘটনায় নিহতের স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় তদন্ত শেষে আলমডাঙ্গা থানার পরিদর্শক মো. ইকরামুল হোসাইন সাতজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এ মামলা আসামি স্বাধীন আলী ও আশিকুর রহমান আশিক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবান্দবন্দি প্রদান করেন।

এদিকে, একই আদালতে জীবননগরের গঙ্গাদাশপরের দিনমজুর কৃষক বাবলু রহমান (৪৫) হত্যা মামলার রায় ঘোষণা করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৬ জুন বেলা পৌনে ১১ টার দিকে পূর্ব শক্রতার জেরে পূর্বপরিকল্পিতভাবে বাবলু রহমানকে কোদাল দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর জখম হয়। বাবলুকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় নিহতের স্ত্রী চায়না খাতুন বাদী হয়ে জীবননগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। জীবননগর থানার এসআই সৈকত পাড়ে জীবননগরের গঙ্গাদাশপুরের মৃত ইব্রাহিম মন্ডলের ছেলে জমির উদ্দিনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন।

চুয়াডাঙ্গা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু বলেন, দুটি হত্যায় মামলায় তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তষ্ট।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x