গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের ওপর হামলার ঘটনার পর মাদারীপুরের সমাবেশ স্থগিত করা হয়েছে
আজ বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় শহরের লেকেরপাড়ের স্বাধীনতা অঙ্গনের মঞ্চে উপস্থিত স্থানীয় নেতাকর্মীরা এ ঘোষণা দেন। এর আগে বিকেলে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে জেলা শহরের মাদারীপুর-শরীয়তপুর সড়কে বিক্ষোভ মিছিল করে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা।
স্থানীয় এনসিপি নেতাকর্মী ও প্রশাসন সূত্রে জানা যায়, সারাদেশে পদযাত্রার অংশ হিসেবে বুধবার (১৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জ থেকে মাদারীপুরে রওনা দেন এনসিপির নেতারা। পরে তাদের ওপর হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এঘটনার পর মাদারীপুরের সমাবেশ স্থগিত করা হয়। পরে সমাবেশের নতুন তারিখ জানানো হবে বলে জানানো হয়।
মাদারীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের সংগঠক মেহেরাব সিফাত সহ অনেকেরই আসার কথা ছিল। কিন্তু গোপালগঞ্জে হামলার পর তা স্থগিত হয়ে যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুরের সদস্য সচিব মাসুম বিল্লাহ বলেন, আজকে এই মাদারীপুরের মঞ্চে সমাবেশ হবার কথা ছিল। কিন্তু গোপালগঞ্জের হামলার ঘটনার পর সমাবেশটি স্থগিত করা হয়েছে। আগামীতে অন্য কোনো তারিখে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
মাদারীপুর পুলিশ সুপার নাইমুল হাসান বলেন, মাদারীপুর বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়ন রয়েছে। এনসিপির পূর্ব নির্ধারিত প্রোগ্রাম হবে কিনা বা স্থগিত করল কেন তারা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের কিছুই জানাননি।