২ আগস্ট ২০২৫ শনিবার
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ৫:১৭ পিএম

এ সম্পর্কিত আরও খবর

মাগুরায় দেয়ালে দেয়ালে শিক্ষার্থীদের গ্রাফিতি

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ৫:১৭ পিএম

জুলাই গণঅভ্যত্থান বর্ষপূর্তি উপলক্ষে ‘২৪ এর রঙে গ্রাফিতি চিত্রাংকনে অংশ নিয়েছে মাগুরার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দেয়ালে দেয়ালে চলছে ২৪ এ জুলাই আগষ্ট গণঅভ্যত্থানের বিভিন্ন চিত্র। মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে সদর উপজেলা পরিষদের সামনে জেলা ফায়ার সার্ভিস অফিসের দেয়াল,মাগুরা সরকারি বালক বিদ্যালয়ের দেয়ালে এ গ্রাফিতি চিত্রাংকনের বিভিন্ন বিভিন্ন চিত্র শোভা পাচ্ছে।

সেখানে আজ বৃহস্পতিবার সকালে সরজমিন গিয়ে দেখা গেছে,কেউ দেয়াল ঘষে পরিস্কার করছে,কেউবা রং তুলি ব্রাস হাতে নিয়ে গ্রাফিতি আঁকছে। শিক্ষার্থীদের আঁকা এ গ্রাফিতিতে ২৪ এর জুলাই আগষ্ট গণঅভ্যত্থানের প্রাণ হারানো শিক্ষার্থী,ব্যক্তি ও তাদের প্রতি শ্রদ্ধার পাশাপাশি উঠে এসেছে সাম্প্রদালিক সম্প্রতি,সমাজ ও রাষ্টের সংস্কার,ঘুষ দুনীতি বন্ধকর,স্বৈতন্ত্রের অবসান,বাক স্বাধীনতা,সম অধিকার থেকে শুরু করে সব ধরণের অন্যায় অবিচারের বিরুদ্ধে ক্ষোভ আর প্রতিশোধের অগ্নিময় উক্তি,গান আর নতুন বাংলাদেশের স্বপ্নের কথা ।

মাগুরা কালেক্টরেট কলেজিয়েট স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী সায়ন্তন শুভ্র বলেন,জুলাই গণঅভ্যত্থান বর্ষপূর্তি উপলক্ষে ‘২৪ এর রঙে গ্রাফিতি আঁকা চলছে দেয়ালে দেয়ালে। আমরা জুলাই আন্দোলনের সকল শহিদদের ভুলিনি। তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। এ জুলাই আন্দোলনে আমরা হারিয়েছি মাগুরার ১০টি তাজা প্রাণ। সেই সব শহিদদের প্রতি আমাদের শ্রদ্ধা। সেই শ্রদ্ধা আর ভালোবাসা থেকেই আমরা গ্রাফিতি আঁকছি।

গ্রাফিতিতে অংশ নেয়া মাগুরা কালেক্টরেট কলেজিয়েট স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী রঙ্গন রায়,শ্রীজন বলেন,জুলাই আগষ্ট আন্দোলনের সকর শহিদ আমাদের গর্ব। তাদের রক্তের রাঙানো নতুন বাংলাদেশ পেয়েছে প্রাণ। সেই নতুন বাংলাদেশে আমরা তাদের স্মরণে গ্রাফিতি আঁকছি। মাগুরা সদরের রূপাটি হালিম মাদ্রাসার শিক্ষার্থী স্বর্ণালী ও শান্তা বলেন,জুলাই-আগষ্ট আন্দোলনে শহিদ সকল শিক্ষার্থী আমাদের ভাই । তাদের স্মরণে এক বছর পূর্তিতে আমরা এ গ্রাফিতির ছবি আঁকছি।

তুলে ধরছি ফ্যাসিস্ট সরকারের নানা চিত্র । সদরের জগদল রূপাটি হালিম মাদ্রাসার সহকারি শিক্ষক ফরহাদ বলেন, জুলাই গণঅভ্যত্থানের বর্ষপূর্তিতে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী গ্রাফিতিতে অংশ নিয়েছে। এ আন্দোলনে সকল শহিদদের প্রতি আমাদের রয়েছে ভালোবাসা ও শ্রদ্ধা। আর এ শ্রদ্ধা থেকেই আমরা গ্রাফিতিতে অংশ নিয়েছি।

মাগুরা কালেক্টরেট কলেজিয়েট স্কুলের চারুকারু বিভাগের সহকারি শিক্ষক বিশ্বজিৎ বিশ্বাস বলেন,জুলাই-আগষ্ট গণঅভ্যত্থানের বর্ষপূতিতে শিক্ষার্থীদের নিয়ে গ্রাফিতি আঁকাতে অংশ নিয়েছি। জেলার বিভিন্ন দেয়ালে শিক্ষার্থীরা জুলাই-আগষ্ট আন্দোলনের গুরুত্বপূর্ণ কিছু চিত্র তুলে ধরছি। এখানে থাকছে শহিদ আবু সাঈদ, মুগ্ধ, ফাসিস্ট সরকারের নানা চিত্র।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x