৩ আগস্ট ২০২৫ রবিবার
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ৫:৩০ পিএম

এ সম্পর্কিত আরও খবর

গোপালগঞ্জের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ৫:৩০ পিএম

গোপালগঞ্জে সংঘটিত সহিংস ঘটনার তদন্তে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (১৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। কমিটিতে আরও থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয় ও আইন ও বিচার মন্ত্রণালয়ের একজন করে অতিরিক্ত সচিব।

কমিটিকে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত শেষে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার দফতরে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার পুনরায় নিশ্চিত করছে যে, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সহিংসতা, প্রাণহানি বা যেকোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

এদিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে সহিংসতার ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক।

রেজাউল করিম মল্লিক জানান, গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন না করে থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। ঢাকা রেঞ্জ ডিআইজি আরও জানান, গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ২০ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

এদিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় এনসিপির পদযাত্রা কর্মসূচিতে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলা ও সহিংসতার পর বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে চলছে কারফিউ। থমথমে পরিস্থিতি প্রায় পুরো জেলায়। শহরে ছোট ছোট যানবাহন চললেও বন্ধ বেশির ভাগ দোকানপাট। সরেজমিনে দেখা যায়, সড়কে থাকা ইট-পাটকেল, তোরণ গেট, ব্যানার, ফেস্টুন ও ফেলে রাখা গাছসহ ধ্বংসস্তূপ সরানো হচ্ছে।

এছাড়াও জেলা কারাগারে হামলার পর নিরাপত্তায় রয়েছেন সেনা ও বিজিবির সদস্যরা। সঙ্গে সারা শহর টহল দিচ্ছেন নৌবাহিনীসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা। কারাগার পরিদর্শন শেষে অতিরিক্ত কারা পরিদর্শক জানান, নতুন করে হামলার শঙ্কা নেই।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x