২ আগস্ট ২০২৫ শনিবার
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ৯:২৮ পিএম

এ সম্পর্কিত আরও খবর

ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ কাজ শুরু করল চীন

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ৯:২৮ পিএম

তিব্বত ও ভারত দিয়ে প্রবাহিত ইয়ারলুং জাংবো নদীর ওপর বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ শুরু করেছে চীন। এই নদীটি ভারতে ব্রহ্মপুত্র নামে পরিচিত। শনিবার দক্ষিণ-পশ্চিম চীনের সিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলের নিংচি শহরে এ বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। গত ডিসেম্বরে বেইজিং প্রকল্পটির অনুমোদন দেয়। প্রকল্পটিকে দেশের কার্বন নিরপেক্ষতা লক্ষ্যমাত্রা এবং তিব্বত অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে যুক্ত করা হয়েছে। খবর এএফপির

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, এই প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রধানত অন্য অঞ্চলে সরবরাহ করা হবে, তবে স্থানীয়ভাবে তিব্বতের চাহিদাও পূরণ করবে। নির্মাণ শেষ হলে এই বাঁধটি চীনের কেন্দ্রীয় অঞ্চলের ইয়াংসি নদীর ওপর নির্মিত ‘থ্রি গর্জেস বাঁধকেও’ ছাড়িয়ে যেতে পারে এবং এটি বাংলাদেশ ও ভারতের ভাটি অঞ্চলের প্রবাহে কোটি কোটি মানুষের ওপর প্রভাব পড়তে পারে।

প্রকল্পটির অধীনে পাঁচটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে, যার মোট বিনিয়োগ প্রায় ১.২ ট্রিলিয়ন ইউয়ান (১৬৭.১ বিলিয়ন মার্কিন ডলার) বলে জানিয়েছে সিনহুয়া। ভারত জানিয়েছে, তারা জানুয়ারিতে চীনের সঙ্গে এই প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে বলেছে, স্বার্থ রক্ষার জন্য নজরদারি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ওই সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চীনকে উপনদী অঞ্চলে কার্যকলাপের মাধ্যমে ব্রহ্মপুত্র নদীর তলদেশে থাকা রাজ্যগুলোর স্বার্থ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে নিশ্চিত করতে হবে। অন্যদিকে, গত ডিসেম্বরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই প্রকল্প নদীর তলদেশে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না এবং চীন ‘নিম্নপ্রবাহের দেশগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখবে। তবে পরিবেশবিদরা বলছেন, তিব্বতের পরিবেশগতভাবে সংবেদনশীল মালভূমিতে এ ধরনের বিশাল প্রকল্প অপরিবর্তনীয় প্রভাব ফেলতে পারে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x