সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়া জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বর্তমানে চিকিৎসাধীন আছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন দলের নেতারা। শনিবার সন্ধ্যায় সময় সংবাদকে দেওয়া এক প্রতিক্রিয়ায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আমিরে জামায়াত আপাতত সুস্থ আছেন।
তিনি রাজধানীর একটি হাসপাতালে রয়েছেন। রক্তচাপ ও রক্তে চিনির মাত্রা স্বাভাবিক আছে। নিয়মিত চেকআপ চলছে। তিনি আরও জানান, আমিরের সর্বশেষ অবস্থা সম্পর্কে রাতে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এর আগে, সমাবেশের মূল পর্বে বক্তৃতার সময় হঠাৎ অসুস্থ বোধ করেন ডা. শফিকুর রহমান। তাৎক্ষণিকভাবে তাকে সমাবেশস্থল থেকে সরিয়ে হাসপাতালে নেওয়া হয়। দলের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শারীরিকভাবে কিছুটা দুর্বলতা থাকলেও বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং সাড়া দিচ্ছেন।