২ আগস্ট ২০২৫ শনিবার
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১০:৩৪ পিএম

এ সম্পর্কিত আরও খবর

সিলেট বিমানবন্দরে শুভানুধ্যায়ীদের ভালোবাসায় শিক্ত ব্যারিস্টার জুনেদ

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১০:৩৪ পিএম

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শুভানুধ্যায়ীদের ভালোবাসায় শিক্ত হলেন এনসিপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ। শনিবার দুপুরে সিলেটের বিভিন্ন এলাকা থেকে আগত এনসিপি নেতাকর্মী, ক্রীড়া সংগঠক ও শুভান্যুধায়ীদের ভালোবাসায় সিক্ত হন ব্যারিস্টার জুনেদ।

এ সময় উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ব্যারিস্ট্রার জুনেদ বলেন, আমরা আপনাদের সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে কাজ করতে চাই। যেখানে বৈষম্যের কোন স্হান নেই। আগামীর বাংলাদেশ হবে শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ। আগামীর বাংলাদেশে থাকবে না কোনো অসাম্য ও বৈষম্য, যেখানে প্রত্যেক মানুষ তার মৌলিক অধিকার তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার সুযোগ পাবে।

প্রত্যেকে তার উদ্ভাবনী শক্তি ও সৃজনশীলতা দিয়ে দেশ গঠনে অবদান রাখবে। আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের প্রতিভা ও কর্মে উদ্ভাসিত নতুন দেশ। তিনি জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের প্ল্যাটফর্ম হিসেবে এনসিপিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।

অভ্যর্থনা প্রদানকালে এনসিপি সিলেট জেলা ও মহানগরের সদ্য ঘোষিত কমিটির সিলেট জেলার প্রধান সমন্নয়ক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য নাজিম উদ্দিন শাহান, সিলেট মহানগর এনসিপির প্রধান সমন্নয়ক খায়রুল চৌধুরী, ক্রীড়া সংগঠক জগলুল হক, ক্রীড়া সংগঠক গোলাম কিবরিয়া, সিলেট জেলা ক্রীড়া সংস্হার সদস্য ওয়াহেদ উমায়ের, সিলেট জেলার সহ সমন্নয়ক ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম আরিফ, আবূ সাঈদ, সিলেট জেলা ও মহানগরের সদস্যদের মধ্য উপস্হিত ছিলেন, আতাউর রহমান আতা, নুরুল ইসলাম ( ও বৈষম্য বিরোধী আন্দোলনের সিলেট জেলার সদস্য সচিব), সায়মন সাদিক জুনেদ, সামসুজ্জজামান হেলাল, কামরুল ইসলাম, সুমেল মিয়া, সুহেল আহমদ মূসা, ইব্রাহিম নাহির, এডভোকেট আবূ ইউসুফসহ বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দ এবং জাতীয় যুব উইংয়ের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

উল্লেখ্য,১৯ জুলাই শনিবার বেলা ২টায় যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x