২ আগস্ট ২০২৫ শনিবার
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১০:৩৭ পিএম

এ সম্পর্কিত আরও খবর

বগুড়ার আলোচিত যুবলীগ নেতা আমিনুল ইসলাম গ্রেপ্তার

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১০:৩৭ পিএম

বিএনপি নেতা অ্যাডভোকেট মাহবুব আলম শাহিন হত্যা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমিনুল ইসলামকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ জুলাই) দিবাগত রাতে ঢাকার গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম নিশিন্দারা এলাকার মৃত আব্দুল লতিফ মণ্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বগুড়া সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং বগুড়া মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বে ছিলেন।

জেলা ডিবি পুলিশ জানায়, আমিনুল ইসলামের বিরুদ্ধে ২১টিরও বেশি মামলা রয়েছে। এর মধ্যে বিএনপি নেতা অ্যাডভোকেট মাহবুব আলম শাহিন হত্যা মামলা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র নিহতের মামলা এবং চাঁদাবাজি, সংঘাত সৃষ্টি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। এসব মামলার অধিকাংশই রাজনৈতিক সহিংসতা ও অপরাধ সংশ্লিষ্ট।

বগুড়া জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান, “আমিনুল ইসলামের বিরুদ্ধে হত্যা ও সহিংসতার মামলাসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। তাকে গ্রেফতারের পর বগুড়ায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।”

উল্লেখ্য, আমিনুল ইসলাম একসময় বগুড়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তবে সময়ের সাথে সাথে তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠতে থাকে এবং তিনি নানা মামলার পলাতক আসামি হিসেবে আত্মগোপনে চলে যান। এই গ্রেফতারের মাধ্যমে বগুড়ায় আলোচিত বেশ কিছু মামলার তদন্তে নতুন গতি আসবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x