সড়কে রংচটা, বায়ু দূষণকারী ও মেয়াদোত্তীর্ণ যানবাহনের চলাচল বন্ধে কঠোর হচ্ছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আগামী ২০ জুলাই থেকে দিন ও রাতে একযোগে চালু হচ্ছে বিশেষ অভিযান।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে এসএমপি সদর দপ্তরের সভাকক্ষে আয়োজিত এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন এসএমপি কমিশনার মো. রেজাউল করিম, পিপিএম।
সভায় জানানো হয়, সরকার ২০১৮ সালের সড়ক পরিবহন আইন অনুযায়ী মিনিবাসের জন্য ২০ বছর এবং ট্রাক, কাভার্ডভ্যানসহ অন্যান্য মালবাহী যানবাহনের জন্য ২৫ বছরের ইকোনমিক লাইফ নির্ধারণ করেছে। এ মেয়াদ অতিক্রান্ত যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সভায় আরও আলোচনায় আসে রুট পারমিটবিহীন যান চলাচল নিয়ন্ত্রণ, বায়ু দূষণ রোধ, রংচটা গাড়ি সড়কে নামা বন্ধসহ নগরীর সার্বিক ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গ।
সভায় উপস্থিত ছিলেন, বিআরটিএ সিলেটের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং), বাস-মিনিবাস মালিক সমিতি, ট্রাক-মালিক গ্রুপ, বিভিন্ন শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি ও এসএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।