গাজীপুরের শ্রীপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল উদ্দিন সরকারের বিরুদ্ধে অফিসে বসে প্রকাশ্যে ধূমপানের অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি তার ধূমপানের ৩৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, অফিস কক্ষে চেয়ারে বসে প্রকাশ্যে ধূমপান করছেন শ্রীপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল উদ্দিন সরকার।
তিনি এক হাতে ফাইল সাক্ষর করছেন, অন্যহাতে সিগারেট টানছেন। ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ, সংশোধন) আইন ২০১৩ এর ২ (চ) ধারা অনুযায়ী সরকারি অফিসে ধূমপান অপরাধ।অথচ শ্রীপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল উদ্দিন সরকার এই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেতখিয়ে প্রতিদিন নিজ কক্ষে বসে প্রকাশ্যে ধূমপান করেন।
বিষয়টি নিয়ে জানতে চাইলে কামাল উদ্দিন সরকার বলেন, কাজের চাপ ও টেনশনের কারণে ধূমপান করেছি। এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সজীব আহমেদ বলেন, আমরা শ্রীপুর উপজেলাকে ধূমপানমুক্ত ঘোষণা করেছি। ভিডিওটি আমি দেখেছি এবং তার সাথে কথা হয়েছে। আমি তাকে ধূমপান না করার জন্য অনুরোধ করেছি।