২ আগস্ট ২০২৫ শনিবার
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ৯:৪২ পিএম

এ সম্পর্কিত আরও খবর

এনসিপিকে ফেনীতে ঢুকতে না দেওয়ার ঘোষণা ছাত্রদল নেতার

প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ৯:৪২ পিএম

ফেনীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র নেতৃবৃন্দকে ফেনীতে ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন সোনাগাজী উপজেলা ছাত্রদল নেতা নুর আলম সোহাগ। রবিবার দুপুরের দিকে সোনাগাজী উপজেলার জিরো পয়েন্ট এলাকায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

এদিকে আগামীকাল সোমবার বিকেলে ফেনীর মহিপালে পথসভা ও কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করার ঘোষনা দেয় এনসিপি। ওই সমাবেশে জুলাইয়ের নায়ক ও এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, রোববার দুপুরের দিকে সোনাগাজী উপজেলা ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির সদস্য সচিব নুর আলম সোহাগের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা শহরের জিরো পয়েন্ট থেকে শুরু হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জিরো পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।

এ সময় বক্তব্যকালে উপজেলা ছাত্রদল নেতা সোহাগ বলেন, এনসিপির একটি ছেলে আমাদের জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য গুম হওয়া নেতার ব্যাপারে বিরূপ মন্তব্য করেছে। আমরা বলতে চাই, আগামীকাল ফেনীতে আপনাদের একটি প্রোগ্রাম আছে, আপনারা যদি আপনাদের এই বক্তব্য নিয়ে ক্ষমা না চান, তাহলে আপনাদেরকে ফেনীতে প্রবেশ করতে দেয়া হবে না। এদেশ জাতীয়তাবাদী দলের দেশ, এ দেশ দেশনেত্রী খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের দেশ। এদেশে রাজনীতি করতে হলে তাদের প্রতি শ্রদ্ধা রেখেই রাজনীতি করতে হবে।

বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমের ছড়িয়ে পড়ার পরপরই নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। জেলা জুড়ে আলোচনা সমালোচনা চলতে থাকে।

এদিকে ফেনীতে ২১ জুলাই এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ পদযাত্রার দিনক্ষণ ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগ ও ছাত্রদলের কতিপয় ব্যক্তি গতবছরের বন্যার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে উত্তোলিত টাকার হিসাব দাবি করে বিভ্রান্তি ছড়াতে থাকে।

ফেনীতে শনিবার বিকেলে এনসিপি আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, টিএসসিতে ফেনীতে বন্যার সময় যে অনুদান তোলা হয়েছে, তা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেয়া হয়েছে। এ সংক্রান্ত খবর বহু আগেই দেশের প্রায় সবগুলো মিডিয়ায় প্রচার করে। তারপরও কিছু লোক মিমাংসিত বিষয়টি নিয়ে রাজনীতি করতে চায়।

এনসিপির পদযাত্রা ফেনীতে প্রবেশ করতে না দেয়ার ঘোষণার বিষয়ে এনসিপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান রিজভী বলেন, ছাত্রদল নেতা সোহাগের হুমকির ঘটনা শোনার পর আমরা জেলা বিএনপি ও ছাত্রদল নেতাদের অবহিত করেছি। তারা বলেছেন, ওই বক্তব্যের সাথে জেলা সংগঠনের কোন সম্পর্ক নেই। এটি সোহাগের ব্যক্তিগত বক্তব্য।

ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন বলেন, ছাত্রদল নেতা সোহাগের বক্তব্য আমাদের দৃশ্যগোচর হয়েছে। এটি আমাদের দলীয় বা সাংগঠনিক বক্তব্য নয়। তবে, সম্প্রতি সময়ে এনসিপির নেতৃবৃন্দ বিএনপির নেতৃবৃন্দের প্রতি বিরুপ মন্তব্য করার কারণে দেশের সাধারণ মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে। আমরা তাদের এমন বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x