রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ দুর্ঘটনায় একজন নিহত এবং ২৭ জন দগ্ধ হয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমান গভীর শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মী ও সমাজের সকল স্তরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। দগ্ধদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে নিশ্চিত করেছেন ডিউটি অফিসার খালেদা খানম।
এ ভয়াবহ দুর্ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তিনি সোমবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে বলেন, আমরা মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার হৃদয়বিদারক ঘটনায় গভীরভাবে মর্মাহত। যে প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের শেখা, বিকাশ ও মানসিক সুস্থতার সহায়ক হওয়ার কথা, সেখানে এমন ভয়ংকর অভিজ্ঞতা কোনো ছাত্র-ছাত্রীর জন্যই কাম্য নয়।
তারেক রহমান আরও যোগ করেন, আমি গভীর প্রার্থনা করছি এই মর্মান্তিক ঘটনার প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত তরুণ প্রাণদের জন্য। পাশাপাশি বিএনপির সব নেতা, কর্মী ও পেশাজীবী সমাজের প্রতি আহ্বান জানাই, এই দুঃসময়ে যেন আমরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াই। একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের এই সংকট কাটিয়ে উঠতেই হবে।
মাইলস্টোন কলেজের প্রভাষক রেজাউল ইসলাম জানিয়েছেন, বিমানটি ছুটির আগ মুহূর্তে জুনিয়র সেকশনের ভবনের ওপর আছড়ে পড়ে। ওই ভবনে নার্সারি থেকে ক্লাস থ্রি পর্যন্ত চলে। বিধ্বস্ত স্থানে আগুন ধরে যায় এবং দ্রুত ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন এবং শিক্ষার্থীদের উদ্ধার করছেন। এদিকে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও অন্যান্য উদ্ধারদল সক্রিয়ভাবে কাজ করছে।