শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। গত বছরের ১৪ অক্টোবর জোবায়েরকে সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল সরকার। মঙ্গলবার এ বিষয়টি নিশ্চিত করেছে উপদেষ্টা মাহফুজ আলম। আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
তবে সচিব প্রত্যাহারের পেছনে নির্দিষ্ট কোনো কারণ ওই পোস্টে উল্লেখ করা হয়নি। সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় রাষ্ট্রীয় শোক দিবসের দিন এইচএসসি পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্তহীনতা ঘিরে ক্ষুব্ধ হন শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে মন্ত্রণালয়ের সচিব এবং উপদেষ্টার পদত্যাগ দাবিতে মঙ্গলবার সচিবালয়ের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।
পরে তারা গেট ভেঙে সচিবালয়ে প্রবেশ করেন। ভাঙচুরও চালান তারা। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান। এতে অসংখ্য শিক্ষার্থী আহত হন। সিদ্দিক জুবাইরের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে শিক্ষা খাতের নীতিনির্ধারণে ব্যর্থতা ও প্রকল্প বাস্তবায়নে ধীরগতির অভিযোগ ওঠে। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
প্রত্যাহারের পর সিদ্দিক জুবাইরকে ওএসডি করা হয়েছে কিনা, নাকি অন্য কোনো পদে পদায়ন করা হবে, তা এখনও নিশ্চিত নয়। তার স্থলাভিষিক্ত হিসেবে নতুন সিনিয়র সচিব নিয়োগের বিষয়েও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এই সিদ্ধান্তে শিক্ষা প্রশাসনে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।