২৭ জুলাই ২০২৫ রবিবার
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ৬:২৬ পিএম

এ সম্পর্কিত আরও খবর

শিক্ষার্থীদের সচিবালয় থেকে সরিয়ে দিল আইনশৃঙ্খলা বাহিনী

প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ৬:২৬ পিএম

বিভিন্ন দাবিতে সচিবালয়ে প্রবেশ করা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বের করে দিয়েছেন। এর আগে প্রায় দুই ঘণ্টা ধরে সচিবালয় ঘিরে বিক্ষোভে অংশ নেন তারা। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সচিবালয়ের মূল ফটকে জোর করে প্রবেশ করে বিক্ষোভ মিছিল নিয়ে ভেতরে ঢুকে পড়ে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এর আগে দুপুর আড়াইটার দিকে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ ধানমন্ডির পাঁচটি কলেজের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। এ সময় তারা নানা স্লোগান দেন।

বিক্ষোভের জেরে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। এতে সচিবালয়ের সামনের সড়ক হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। আমাদের প্রতিবেদক ঘটনাস্থল থেকে জানিয়েছেন, ধানমন্ডির বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান করছেন।

অন্যদিকে, রাজধানীর মিরপুর ও মগবাজার এলাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও মিছিল নিয়ে শিক্ষা বোর্ডের দিকে রওনা হন। শিক্ষার্থীরা জানিয়েছেন, রাত ৩টার দিকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ। এ জন্য তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ চাচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, মঙ্গলবার দুপুর সোয়া ২টা থেকে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে থেকে মিছিল বের করে সচিবালয় এলাকায় অবস্থান নেন। পরে বিকেল পৌনে ৪টার দিকে তারা প্রধান ফটক অতিক্রম করে সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন। প্রবেশের পর শিক্ষার্থীরা সচিবালয়ের ৭ ও ৮ নম্বর ভবনের সামনে রাখা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে শিক্ষার্থীদের সচিবালয় এলাকা থেকে সরিয়ে দেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, সচিবালয়ে ঢোকার পর পুলিশের লাঠিচার্জে তাদের অনেকে আহত হয়েছেন। জানা গেছে, আহতদের মধ্যে ১০ থেকে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সচিবালয়ে প্রবেশের সময় শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকেন। পরে সচিবালয় থেকে বের হয়ে তারা ইট-পাটকেল ছোড়েন। উত্তেজনাকর পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। প্রায় দুই ঘণ্টা ধরে তারা সচিবালয় এলাকায় অবস্থান করছিলেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x