২৭ জুলাই ২০২৫ রবিবার
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১১:২৩ পিএম

এ সম্পর্কিত আরও খবর

শিক্ষক দিলেন মাইলস্টোনে বিমান বিধ্বস্তের লোমহর্ষক বর্ণনা

প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১১:২৩ পিএম

বিমান বিধ্বস্তের ঘটনায় লোমহর্ষক বর্ণনা দিলেন মাইলস্টোনের একজন শিক্ষক। একটি বেসরকারি গণমাধ্যমের সাথে কথা বলার সময় তিনি বলেন, আমি আসলে কলেজের শিক্ষক, আর আমার দুটো বাচ্চার মধ্যে বড় বাচ্চাটা এই ক্যাম্পাসেই পড়ে। ঘটনাটা যেই ভবনে ঘটেছে উপরে ক্লাস হয়।

আমার ছোট বাচ্চাটা এই স্কুলের ভবন পাঁচে ক্লাস করে। ওদের দোতলায় ক্লাস হয় আর আমি যেহেতু ভবন পাঁচে এই কলেজের টিচার, আমি নিচে আমার ছোট বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়ে ছিলাম। স্বাভাবিকভাবেই আমার মেয়েটা বের হতে একটু দেরি করে, আমি আর আমার ছোট বাচ্চা ভবন পাঁচের নিচে দাঁড়িয়েই এদিকে তাকিয়ে ছিলাম যে আসছে না কেন।

যখন একটা পনের মিনিটে দেখলাম যে আমার বাচ্চাটা আসছে। আমি ওকে ঠিক ওই মুহূর্তে জিজ্ঞেস করছিলাম বাবা তুমি দেরি করলে কেন? যেহেতু তোমাকে একটু তাড়াতাড়ি আসতে হয়। এটা বলতে বলতেই মনে হচ্ছিল আকাশটা ভেঙে পড়ছে মাথার উপর। কেমন একটা বিকট শব্দ হচ্ছে।

আমার কাছে হঠাৎ করেই মনে হলো দশ তলা ভবনটা বোধহয় নিচের দিকে ধ্বসে যাচ্ছে। এমন একটা পরিস্থিতিতে কোন দিকে দৌড় দিবো ঠিক বুঝে উঠতে পারছি না। ঠিক এমন একটা মুহূর্তেই কিছু বোঝার আগেই তাকিয়ে দেখলাম যে কি একটা ছিটকে একেবারে মুখ থুবড়ে এখানে আসলো এবং পুরো আকাশে আগুনের কুন্ডলীটা উঠে গেল। মানে আগুনের কুন্ডলী একদম সম্পূর্ণ আকাশ জুড়ে।

আমি আমার দুই বাচ্চাকে নিয়ে ভয়ে এদিক দিয়ে বের হতে চাইলাম, কিছু দূর আসার পরেই দেখলাম যে, আগুনের তাপের কারণে আমরা আবার অন্যদিকে দৌড়ে ফেরত গেলাম। এরপরে আর আমরা কিছু বলতে পারবো না। শুধু বুঝলাম যে আমাদের অনেক শিক্ষক শিক্ষিকা আমাদের অনেক অভিভাবক ছাত্র আর নেই। এটুকুই বুঝলাম।

উল্লেখ্য যে, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুলপর্যায়ের শিক্ষার্থী ছিল। বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় সর্বশেষ খবর অনুযায়ী ৩১ জন নিহত হয়েছেন। এ ছাড়া, বিভিন্ন হাসপাতালে প্রায় ১৭১ জন চিকিৎসাধীন রয়েছেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x