প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করেছে পাকিস্তান। প্রথম দুই ম্যাচের শুরুটা ভালো হয়নি তাদের। তবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দুর্দান্ত শুরু পেয়েছে সফরকারীরা। ওপেনার সাহিবজাদা ফারহানের ফিফটিতে বড় সংগ্রহের পথে আছে পাকিস্তান।
বৃহস্পতিবার (২৪ জুলাই) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস। ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই পাক ওপেনার সায়েম আয়ুব ও সাহিবজাদা। আগ্রাসী ব্যাটিং করতে থাকেন এই দুই ব্যাটার।
মারমুখী ব্যাটিংয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেন সাহিবজাদা। ইনিংসের অষ্টম ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন স্পিনার নাসুম আহমেদ। দলীয় ৮২ রানে ১৫ বলে ২১ রান করে সাজঘরে ফিরে যান সায়েম আয়ুব। এরপর ক্রিজে আসা মোহাম্মদ হারিসকে সঙ্গে নিয়ে ব্যাট করছেন সাহিবজাদা। পাওয়ার প্লের ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৮৬ রান সংগ্রহ করেছে পাকিস্তান।