২ আগস্ট ২০২৫ শনিবার
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১১:২৩ পিএম

এ সম্পর্কিত আরও খবর

পাবনায় নিজ বাড়িতে প্রবীণ অধ্যাপককে কোপাল দুর্বৃত্তরা

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১১:২৩ পিএম
দুর্বৃত্তদের হামলার শিকার পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক জওহরলাল বসাক তুলশী। ছবি: সারাবেলার খবর

পাবনা পৌর শহরের কালাচাঁদপাড়ায় প্রকাশ্য দিবালোকে নিজ বাড়িতে প্রবীণ অধ্যাপক জওহরলাল বসাক তুলশী (৭৭) কে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

আজ রবিবার (২৭ জুলাই) দুপুরের দিকে এঘটনা ঘটে। আহত জওহরলাল বসাক তুলশী পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক। কিন্তু কি কারণে তার ওপর হামলা ও তার বাড়ি তছনছ করা হয়েছে তা জানা যায়নি।

আহত শিক্ষক ও প্রতিবেশীরা জানান, শিক্ষক জওহরলাল বসাক তুলশী তার বাড়িতে একা থাকেন। তার অন্য ভাইয়েরা সুপ্রতিষ্ঠিত এবং তারা দেশের বাইরে থাকেন। দুপুরের দিকে জওহরলাল বসাক তুলশী বাজার থেকে বাড়িতে ফেরেন। আগে থেকে সেখানে অবস্থান করা দুজন দুর্বৃত্ত তিনি বাড়িতে প্রবেশের সঙ্গে সঙ্গে তার মুখ চেপে ধরে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে দুর্বৃত্তরা ওই শিক্ষকের আলমিরাসহ আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করে চলে যায়। তবে দুর্বৃত্তরা কী কী নিয়ে গেছে সে বিষয়ে স্পষ্ট করে মুখ খুলছেন না আহত শিক্ষক তুলসী।

আহত জওহরলাল বসাক তুলশী বলেন, ‌‌‌’আমি যখন বাসায় ঢুকি তখন দুজন এসে আমাকে মুখ চেপে ধরে ছুরিকাঘাত করে। বাড়িঘরের সবকিছু তছনছ করেছে। আলমারি ভাঙে। কিচ্ছু পায় নাই, এই তো। এর আগে কোনো চাঁদাও চায় নাই। তারা মুখোশ পরা ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, না। আমি পুলিশের দ্বারা হ্যারাসমেন্ট হতে রাজি না। আমি অত সোজা না। আমার পুলিশ টুলিশ দরকার নাই। থাক তোমারে রিপোর্ট করা লাগবে না।’

প্রতিবেশীরা বলেন, তিনি দুর্বৃত্তদের চিনতে পেরেছেন, এজন্য ভয়ে কিছু বলছেন না। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। সারাদিন এই বিষয়টি চাপা পড়েছিল। খবর পেয়ে সন্ধ্যায় সদর থানা পুলিশ আহত শিক্ষকের বাড়িতে যায় এবং তদন্ত শুরু করে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘দুজন ছিনতাইকারী শিক্ষক জওহরলাল বসাক তুলসির বাসায় প্রবেশ করে তাকে আঘাতের পর বাসায় আলমারি ও ওয়াডরোব ভেঙে তছনছ করে একটি মোবাইল ফোন নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এখনো তিনি অভিযোগ দেননি।’

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x