রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর আস্তানায় সেনাবাহিনীর অভিযান এবং গুলিবিনিময় চলছে। সবশেষ তথ্য অনুযায়ী, সেনাবাহিনীর অভিযানে এখন পর্যন্ত একে ৪৭-সহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) এক বার্তায় এতথ্য জানায় আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান এবং গুলিবিনিময় চলছে। এখন পর্যন্ত একে ৪৭-সহ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে আইএসপিআর।