২ আগস্ট ২০২৫ শনিবার
প্রকাশ : ১ আগস্ট ২০২৫, ৪:৩৬ পিএম

এ সম্পর্কিত আরও খবর

জাগো প্রিয় চাটমোহরবাসী জাগো’ স্লোগান নিয়ে মানুষের দ্বারে দ্বারে রাজা

প্রকাশ : ১ আগস্ট ২০২৫, ৪:৩৬ পিএম

জাগো প্রিয় চাটমোহরবাসী জাগো স্লোগান নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাসানুল ইসলাম রাজা। পাবনা-৩ আসনে চাটমোহর থেকে ধানের শীষের এমপি প্রার্থী দেওয়ার দাবিতে তিনি এই প্রচারণা চালাচ্ছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল থেকে রাত পর্যন্ত চাটমোহর পৌর সদরের ব্যবসায়ী পথচারীদের কাছে গিয়ে তিনি লিফলেট বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, সুদীর্ঘকাল ধরে চাটমোহর এমপি বঞ্চিত রয়েছে। বহিরাগত এমপিরা বার বার চাটমোহরকে শোষণ করেছে। জনগণের প্রতি তাদের ন্যূনতম কমিটমেন্ট ছিল না। যার কারনে চাটমোহর আজকে সবদিক থেকে উন্নয়ন বঞ্চিত। এ কারণে আমরা আগামী নির্বাচনে পাবনা-৩ আসনে চাটমোহর থেকে ধানের শীষের এমপি প্রার্থী চাই। এই দাবিতে চাটমোহরের সবাইকে একতাবদ্ধ হতে হবে। আমরা বহিরাগত কোন এমপি প্রার্থীকে মানবো না। চাটমোহরের যে সকল নেতা নিজেদের স্বার্থ হাসিলের জন্য বহিরাগত এমপি প্রার্থী নিয়ে নাচানাচি করছেন আগামীতে জনগণকে সাথে নিয়ে তাদেরকে চাটমোহরের মাটি থেকে উৎখাত করা হবে। তিনি চাটমোহরবাসীকে জেগে উঠে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তোলার আহবান জানান।

এ সময় তার সঙ্গে চাটমোহর পৌর বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক জহুরুল ইসলাম মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল করিম, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস মোল্লা, মথুরাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি রেজাউল করিম বাবু, যুবদল নেতা আলামিন তালুকদার, ডিভিগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x