৯ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার
প্রকাশ : ৪ আগস্ট ২০২৫, ৮:২৮ পিএম

এ সম্পর্কিত আরও খবর

দুঃশাসনের বিরুদ্ধে ছিল জুলাই গণ-অভ্যুত্থান: রাষ্ট্রপতি

প্রকাশ : ৪ আগস্ট ২০২৫, ৮:২৮ পিএম

৫ আগস্ট ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে দেয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, এ অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের দুঃশাসন, দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ। বাণীতে রাষ্ট্রপতি বলেন, বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র-শ্রমিক-জনতা সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল।

তিনি দেশের মুক্তিকামী ছাত্র-জনতাকে অভিনন্দন জানিয়ে শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। আহত, পঙ্গু ও দৃষ্টিশক্তি হারানো যোদ্ধাদের ত্যাগকেও তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। রাষ্ট্রপতি বলেন, শহীদদের পরিবার ও আহতদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব, আর এ দায়িত্ব পালনে রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে এই অভ্যুত্থান হয়েছে। পরে রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হয়েছে, যা অভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবে। রাষ্ট্রপতি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ফ্যাসিবাদের মূলোৎপাটনের আহ্বান জানান এবং জুলাইয়ের চেতনার পূর্ণ বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x