১ সেপ্টেম্বর ২০২৫ সোমবার
প্রকাশ : ৪ আগস্ট ২০২৫, ১০:৩৪ পিএম

এ সম্পর্কিত আরও খবর

সিলেটে প্রেমিককে ধরতে অন্তঃস্বত্ত্বা প্রেমিকার মামলা দায়ের

প্রকাশ : ৪ আগস্ট ২০২৫, ১০:৩৪ পিএম
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90

সিলেটের নগরীর কুমারগাঁও এলাকায় এক বছর আগে ২৭ বছর বয়সি প্রতিবেশি যুবকের সাথে প্রেমে জড়ান ২১ বছর বয়সি এক তরুণী । সম্পর্কের এক পর্যায়ে গর্ভবতী হয়ে পড়লে তাকে গর্ভের সন্তান নষ্ট করতে চাপ দেয় প্রেমিক আব্দুর রহমান (২৭)।

এমন অভিযোগে সিলেটের জালালাবাদ থানায় ধর্ষণ ও প্রতারণার অভিযোগে মামলা করেছেন ওই তরুণী। অভিযোগে, বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলা এবং পরে গর্ভবতী হয়ে পড়লে সন্তান নষ্ট করতে চাপ ও হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী তরুণী থানায় নিজেই একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই তরুণী প্রতিবেশী যুবক আব্দুর রহমানের সাথে প্রেমের সম্পর্কে জড়ান প্রায় এক বছর আগে। প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে আব্দুর রহমান বারবার শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিতে থাকেন। ফাতেমা বেগম বিষয়টি নাকচ করলেও অভিযুক্ত বারবার চাপ প্রয়োগ করতে থাকেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১৫ মার্চ ২০২৫ তারিখ রাত আনুমানিক ১০টার দিকে আব্দুর রহমান তার নিজ বাড়ির আলাদা শয়নকক্ষে নিয়ে গিয়ে একাধিকবার জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেন। পরবর্তীতে, গত ৭ মে ২০২৫ তারিখে ভুক্তভোগী জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। বিষয়টি তিনি আব্দুর রহমানকে জানালে অভিযুক্ত গর্ভপাতের জন্য চাপ দেয় এবং বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে অনাগত সন্তানকে হত্যার হুমকিও দেন।

পরবর্তীতে ৩০ জুন ২০২৫ তারিখে চিকিৎসকের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, ভুক্তভোগী তরুণী ১৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পরিবারের সঙ্গে পরামর্শ করে কিছু বিলম্বে হলেও থানায় অভিযোগ দায়ের করেন তিনি। সিলেট মহানগর জালালাবাদ থানার উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি পলাতক রয়েছেন। তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x