২৭ অক্টোবর ২০২৫ সোমবার
প্রকাশ : ৫ আগস্ট ২০২৫, ৬:৩৩ পিএম

এ সম্পর্কিত আরও খবর

ঘোষণাপত্র পাঠ শেষে নেতাদের সঙ্গে বুক মেলালেন প্রধান উপদেষ্টা

প্রকাশ : ৫ আগস্ট ২০২৫, ৬:৩৩ পিএম

জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানে অংশ নিয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই অনুষ্ঠানে বিকেল ৫টা ২২ মিনিটে তিনি ঘোষণাপত্র পাঠ শুরু করেন। পাঠ শেষে উপস্থিত রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে কোলাকুলি বা বুক মেলান তিনি।

এর আগে, জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান। এরপরই মঞ্চে আসেন প্রধান উপদেষ্টা। বৃষ্টিময় পরিবেশের মধ্যেই তিনি নিজ হাতে পাঠ করেন ২০২৪ সালের গণ-অভ্যুত্থান-ভিত্তিক ঐতিহাসিক দলিল ‘জুলাই ঘোষণাপত্র’। দলিলটি বিএনপিসহ অংশীদার রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে দলগুলোর মধ্যে এ ঘোষণাপত্রের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি নিয়েও ঐকমত্য গড়ে উঠেছে।

‘জুলাই ঘোষণাপত্র’ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা আগে থেকেই জোর দাবি জানিয়ে আসছিলেন। তারা এ দাবিতে বিভিন্ন কর্মসূচিও পালন করেন।আজকের ঘোষণার মধ্য দিয়ে সেই দাবির বাস্তবায়ন হলো। অনুষ্ঠানস্থলে রাজনৈতিক নেতাদের মধ্যে ছিল পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের উষ্ণতা। অনেকে একে অপরের সঙ্গেও বুক মেলাতে দেখা গেছে।

অনুষ্ঠানে অংশ নেওয়া নেতাদের মধ্যে ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জামায়াতের মিয়া গোলাম পরওয়ার, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এবং গণসংহতি আন্দোলনের প্রধান জোনায়েদ সাকি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x