মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে জার্মানের আর্থিক বিনিয়োগকারী সংস্থা সুন্দরবন ডেল্টা গ্রোথ ইনিশিয়েটিভ (এসডিজি) বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। সোমবার (১১ আগস্ট) দুপুরে তারা এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে মোংলা বন্দরের পশুর চ্যানেলের আউটারবার ড্রেজিং ও বন্দরের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা কালে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম. শাহিন রহমান এ উদ্যোগকে স্বাগত জানান। বন্দর কর্তৃপক্ষ তাদের আগ্রহের বিষয়টি ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন।
এসডিজি মূলত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় তিন কোটি মানুষের অর্থনৈতিক ও জীবনমান উন্নয়নে কাজ করে। ইতোমধ্যে সংস্থাটি নবায়নযোগ্য শক্তি খাতে কাজ শুরু করেছে। এছাড়া সংস্থাটি খুলনা ও আশপাশের অঞ্চলের বন্ধ কলকারখানা পুনরায় চালু করা, নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপন এবং বিদেশি শিল্পপতিদের এ অঞ্চলে স্থানান্তর করে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।
সুন্দরবন ডেল্টা গ্রোথ ইনিশিয়েটিভের সদস্য সচিব এম. এ. নাজির শাহিন বলেন, মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে আমরা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছি। মূলত বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে আগে ভারতের যে বিনিয়োগের প্রস্তাব ছিল, সেটি বাতিল হওয়ায় আমরা সেই জায়গায় কাজ ও বিনিয়োগ করতে আগ্রহী। শিগগির জার্মানের একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল মোংলা বন্দর পরিদর্শনে আসবেন।
বন্দরের সক্ষমতা আরও বাড়লে ভারত, নেপাল, ভুটান ও চীনসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থাও আরও সহজ হবে। এছাড়া ভিয়েতনামের কিছু শিল্পপ্রতিষ্ঠান খুলনা অঞ্চলে স্থানান্তরিত করার পরিকল্পনাও আছে, যা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি আরও শক্তিশালী হবে। বৈঠকে উপস্থিত ছিলেন সংস্থাটির সদস্য সচিব এম. এ. নাজির শাহিনের পাশাপাশি আরব ঠিকাদার ও রাসকম পেনিনসুলা কনসোর্টিয়াম, চেন বিন, শি জিন, কাওসার, এ. সি. ও জার্মান-মিশরীয় বিনিয়োগ গ্রুপের প্রতিনিধিরা।