অপেক্ষার পালা শেষ। আবার রাত জাগা শুরু, আবার শুরু ফুটবল আনন্দ। যদিও উয়েফা সুপার কাপ দিয়ে গত বুধবার রাতেই শুরু হয়ে গেছে ইউরোপের ক্লাব ফুটবলের নতুন মৌসুম। তবে আজ শুরু হচ্ছে আসল লড়াই। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের তিনটিই মাঠে গড়াচ্ছে আজ। গভীর রাতে শুরু হতে যাওয়া তিন লিগের মধ্যে নিশ্চিতভাবেই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে প্রিমিয়ার লিগ। তাই বলে লা লিগা ও লিগ ওয়ানের দামামায়ও কমতি থাকবে না।
প্রিমিয়ার লিগ
লিভারপুল-বোর্নামাউথ- রাত ১টা
অ্যাস্টন ভিলা- নিউক্যাসল- ১৬ আগস্ট বিকেল ৫.৩০
উলভস – ম্যানসিটি- ১৬ আগস্ট রাত ১০.৩০
বাংলাদেশ সময় আজ রাত ১টায় এনফিল্ডে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের বিপক্ষে বোর্নমাউথের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে জমজমাট লিগ। লা লিগার পর্দা উঠবে আরও আধঘণ্টা পর। এস্তাদিও ডে লা সেরামিকা, যা আদতে ‘এল মাদ্রিগালা’ নামে পরিচিত। ১৯২৩ সালে প্রতিষ্ঠিত এ স্টেডিয়ামে স্বাগতিক ভিয়ারিয়ালের মুখোমুখি হবে ২৪ বছর পর লা লিগায় ফেরা রিয়াল ওভিয়েদো।
লা লিগা
জিরোনা- রায়ো ভালকানো – রাত ১১টা
ভিয়ারিয়াল – অভেইদো – রাত ১.৩০টা
মায়োর্কা – বার্সেলোনা – ১৬ আগস্ট রাত ১১.৩০
ফ্রান্সের লিগ ‘ওয়ান’ অবশ্য মাঠে গড়াচ্ছে সবার আগে। বাংলাদেশ সময় পৌনে ১টায় রোয়াজন পার্কে স্বাগতিক রেনেসের মোকাবিলা করবে মার্শেই। আগামী সপ্তাহে শুরু হবে বুন্দেসলিগা ও সিরি ‘এ’। মাঠের লড়াই শুরুর আগে ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়ে গেছে নানা জল্পনা।
লিভারপুল কি প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখতে পারবে? নাকি ২২ বছরের অপেক্ষা ঘুচিয়ে ট্রফি ঘরে তুলবে আর্সেনাল? সিটি বস পেপ গার্দিওলা ম্যাজিকের কী হবে? লা লিগায় কিলিয়ান এমবাপ্পে বনাম লামিনে ইয়ামাল দ্বৈরথ এবার কেমন জমবে?
লিগ ওয়ান
রেঁনেসা – মার্সেই – রাত ১২.১৫
লেন্স – লিঁও- ১৬ আগস্ট রাত ৯টা
মোনাকো – লি হার্ভে – ১৬ আগস্ট রাত ১১টা
ফ্রান্সে পিএসজির একাধিপত্য ভাঙতে পারবে কেউ? এবারও কী জার্মানিতে বায়ার্ন মিউনিখের দাপট অব্যাহত থাকবে? ইতালিতে ন্যাপোলির কবল থেকে জুভেন্টাস ও দুই মিলান কী পারবে শিরোপা উদ্ধার করতে? ১০ মাস চলবে এ লড়াই। আগামী বছর বিশ্বকাপ বলে এ লড়াই আরও বর্ণময় হয়ে উঠতে পারে।