২২ আগস্ট ২০২৫ শুক্রবার
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ৩:১৭ পিএম

এ সম্পর্কিত আরও খবর

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ১৬৪২৯ মামলা প্রত্যাহারের ঘোষণা

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ৩:১৭ পিএম

অন্তর্বর্তী সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মোট ১৬ হাজার ৪২৯টি মিথ্যা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাতে সরকারের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, হাজার হাজার নিরীহ মানুষকে রাজনৈতিক প্রতিপক্ষকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে আইনকে অপব্যবহার করে মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল।

এসব মামলা শুধু অভিযুক্তদের নয়, তাদের পরিবারকেও গভীর ভোগান্তির মধ্যে ফেলেছিল। একইসাথে বিচারব্যবস্থা ও রাজনৈতিক পরিবেশকেও বিকৃত করেছিল। ঘোষণায় আরও বলা হয়, মামলা প্রত্যাহারের এই পদক্ষেপের মাধ্যমে অন্যায়ভাবে অভিযুক্তদের ন্যায়বিচার ফিরিয়ে দেওয়া হবে। একইসঙ্গে রাজনৈতিক উত্তেজনা কমিয়ে নির্বাচনের আগে একটি সমতাভিত্তিক পরিবেশ নিশ্চিত করা হবে।

অন্তর্বর্তী সরকারের ভাষ্য অনুযায়ী, এই উদ্যোগ কেবল নিরপরাধ মানুষকে হয়রানি থেকে মুক্ত করবে না, বরং বিচারব্যবস্থা ও রাজনৈতিক ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনবে। এতে নির্বাচনে আরও বিস্তৃত অংশগ্রহণ নিশ্চিত হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে এগিয়ে যাবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x