যুব ও ক্রীড়া সচিব মাহবুব উল আলম বলেছেন, যৌক্তিক কারণেই ‘উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প’র ব্যয় বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে সচিবালয়ে উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সচিব জানান, অবকাঠামো, ডিজাইন, জমি অধিগ্রহণ ও নির্মাণ পরিকল্পনায় পরিবর্তন আসায় প্রকল্পের ব্যয় প্রাথমিকভাবে নির্ধারিত ৫৩ লাখ টাকা থেকে বেড়ে ১৪ কোটি টাকায় পৌঁছেছে। তিনি আরও বলেন, “আগের পরিকল্পনা অনুযায়ী ৫৩ লাখ টাকার মিনি স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব ছিল। তবে পরবর্তীতে মাঠের আকার, দর্শক ধারণক্ষমতা, আধুনিক সুযোগ-সুবিধা, ভলিবল, বাস্কেটবল কোর্ট, রুম ও গ্যালারি সংযোজনসহ সামগ্রিক কাঠামো পরিবর্তিত হয়েছে। ফলে ব্যয় বৃদ্ধি পাওয়া স্বাভাবিক।”
মাহবুব উল আলম জানান, আগের তুলনায় বর্তমান ডিজাইনের স্টেডিয়াম অনেক বড় এবং আধুনিক মানের। এটি শুধু খেলার মাঠ নয়, বরং বহুমুখী ক্রীড়া কার্যক্রম ও স্থানীয় পর্যায়ে তরুণদের প্রশিক্ষণের ক্ষেত্র হিসেবে ব্যবহার হবে। এ সময় সচিব আরও বলেন, সরকার যুব সমাজের উন্নয়ন ও খেলাধুলাকে গুরুত্ব দিয়েই উপজেলা পর্যায়ে এই মিনি স্টেডিয়ামগুলো নির্মাণ করছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরির নতুন দিগন্ত উন্মোচিত হবে।