রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে আগুন লেগেছে। বুধবার বিকেল ৩টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানায় ফায়ার সার্ভিস।
আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও থেকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট রওনা করেছে। এছাড়া ৩টি ইউনিট এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এসব তথ্য নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।