২ আগস্ট ২০২৫ শনিবার
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ১:৪৯ এএম

এ সম্পর্কিত আরও খবর

মিশরের হাতে রাশিয়ার উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা!

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ১:৪৯ এএম

মিশরের সশস্ত্র বাহিনীর কাছে এখন উন্নত চীনা আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এইচকিউ-৯বি রয়েছে, যা রাশিয়ার এস-৪০০ এর মতোই। এমন তথ্য উঠে এসেছে ইসরায়েলি গণমাধ্যমের খবরে।

সামরিক বিশ্লেষণের জন্য পরিচিত ইসরাইলি একটি সংবাদভিত্তিক ওয়েবসাইটের (nziv) বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, সামরিক বিশেষজ্ঞ এবং মিশরীয় সশস্ত্র বাহিনীর মোরাল অ্যাফেয়ার্স বিভাগের সাবেক প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সামির ফারাগ সাদা এল-বালাদ টিভি চ্যানেলে এক সাক্ষাৎকারে বিষয়টি (মিশরের প্রতিরক্ষাব্যবস্থা) নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিশরের কাছে দূরপাল্লার চীনা এইচকিউ-৯বিসহ বিভিন্ন আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই প্রথমবারের মতো মিশর আনুষ্ঠানিকভাবে এইচকিউ-৯বি সিস্টেম মোতায়েনের ঘোষণা দিয়েছে, যা দেশটির অস্ত্র উৎসের বৈচিত্র্য এবং তার আকাশ প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধিরই প্রতিফলন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এইচকিউ-৯বি সিস্টেমের আধুনিক সংস্করণটি উন্নত নব সক্ষমতা সম্পন্ন। এর প্রতিটি লঞ্চার ছোট, হালকা ওজনের ৮টি পর্যন্ত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বহন করতে পারে – যা পূর্ববর্তী সংস্করণগুলোর ক্ষমতার দ্বিগুণ।

এইচকিউ-৯বি-কে চীনের অস্ত্রাগারের সবচেয়ে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। এটি দীর্ঘ পরিসরে লক্ষ্যবস্তুকে বাধা দিতে সক্ষম।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x