২২ আগস্ট ২০২৫ শুক্রবার
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১০:৩৪ পিএম

এ সম্পর্কিত আরও খবর

ইতালির প্রধানমন্ত্রী মেলোনির সফর বাতিল

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১০:৩৪ পিএম

বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশে সফর বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইউক্রেন যুদ্ধ নি‌য়ে চলমান আলোচনা সংক্রান্ত ব্যস্ততার কারণে আপাতত সফর বা‌তিল করেছেন তিনি। বৃহস্পতিবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণাল‌য় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ৩০ আগস্ট দুই দিনের সফরে আসতে চেয়েছিলেন ইতালির প্রধানমন্ত্রী। সফরে মেলোনি তার মেয়েকেও সঙ্গী করার কথা ছিল। তথ্যমতে বাংলাদেশ দিয়ে সফর শুরু করে সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপানে যাওয়ার কথা ছিল মেলোনির।

ইউক্রেন পরিস্থিতির কারণে তার পুরো সফর আপাতত স্থগিত করা হয়েছে। এ বিষয়ে সফররত দেশগুলোকে অনানুষ্ঠানিকভাবে এরই মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, দুপুরে ঢাকা ইতালি দূতাবাস বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছে। শুধু বাংলাদেশ নয় এশিয়ার সবগুলো দেশ সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপানের সফরও স্থগিত করা হয়েছে। ইউরোপ অঞ্চলের ভূরাজনীতির বাস্তবতায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঢাকাকে জানানো হয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে ইউরোপীয় ইউনিয়নের কোনো শীর্ষ নেতার এটাই প্রথম ঢাকা সফর হওয়ার কথা ছিল। যা বিশেষ গুরুত্ব বহন করছিল। মেলোনির এই সফরে অভিবাসন ইস্যুটি আলোচনার মূল বিষয় হওয়ার কথা ছিল বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x