ম্যানচেস্টার সিটি ছাড়তে চান ব্রাজিলিয়ান উইঙ্গার সাভিনহো। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে নিয়মিত খেলতে যেতে চান টটেনহ্যামে। তার জন্য ৬০ মিলিয়নের প্রস্তাবও দিয়েছিল স্পার্সরা। কিন্তু ম্যানসিটি তা নাকোচ করে দেয়। চলতি মৌসুমে সাভিনহোকে দরকার বলে জানিয়ে দেন সিটিজেন কোচ পেপ গার্দিওলা।
সাভিনহোকে পাওয়ার আশা ছেড়ে দিয়ে ক্রিস্টাল প্যালেসের তরুণ ইংলিশ ফরোয়ার্ড এবরেসি ইজে’কে কিনতে চেয়েছিল টটেনহ্যাম। কিন্তু শেষ মুহূর্তে আর্সেনাল তাকে ছিনতাই করে নিয়েছে। সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ৭৮ মিলিয়ন ইউরো দিয়ে গানাররা তার সঙ্গে চুক্তি করতে যাচ্ছে।
ইজি’কে হারিয়ে টটেনহ্যাম নতুন করে সাভিনহোর জন্য প্রস্তাব দিয়েছে। আগের ৬০ মিলিয়ন ইউরোর জায়গায় ৮০ মিলিয়ন দিতে চায় স্পার্সরা। এর আগে সংবাদ মাধ্যম দাবি করেছিল, ৮০ মিলিয়ন পেলে সাভিনহোকে ছেড়ে দেবে সিটিজেনরা।
সাভিনহোর এজেন্টও নতুন করে লন্ডনে আলোচনা করতে গেছেন বলে জানিয়েছে ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো। তবে ম্যানসিটি নাকি এখনো সাভিনহোকে বিক্রি না করার জায়গাতেই স্থির আছে। তবে খেলোয়াড়ের দিক থেকে সবুজ সংকেত থাকায় ওই চুক্তি শেষ পর্যন্ত আলোর মুখ দেখতে পারে।
এর মধ্যে ডিফেন্সা সেন্ট্রাল রিপোর্ট দিয়েছে চমকপ্রদ এক দলবদলের তথ্য। তাদের মতে, রিয়াল মাদ্রিদ রদ্রিগোকে টটেনহ্যামে ধারে পাঠানোর বিষয়টি বিবেচনা করছে। স্পার্সরা আগামী চ্যাম্পিয়ন্স লিগে খেলায় লস ব্লাঙ্কোসদের পরিকল্পনায় সাড়া থাকতে পারে রদ্রিগোর। বিশ্বকাপ সামনে থাকায় রিয়ালের বেঞ্চে বসে থাকার চেয়ে ধারে স্পার্স শিবিরে খেলাকে গুরুত্ব দিতে পারেন রদ্রিগোও।
রিয়ালে মৌসুমে প্রায় ১০ মিলিয়ন ইউরো বেতন পান রদ্রিগো। প্রিমিয়ার লিগের শীর্ষ পর্যায়ের ক্লাব ছাড়া তার ওই বেতনের চাহিদা মেটাতে পারবে না ইতালি কিংবা জার্মানির কোন ক্লাবও। অবশ্য সাভিনহো টটেনহ্যামে গেলে রদ্রিগোর নতুন করে ম্যানসিটিতে যাওয়ার পথ খুলতে পারে। ইউরোপের শীর্ষ লিগের দলবদলের দরজা বন্ধ হবে ১০ দিন পর। ক্লাবগুলোকে যা করার এর মধ্যেই করতে হবে।