২৩ আগস্ট ২০২৫ শনিবার
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১০:৫৪ পিএম

এ সম্পর্কিত আরও খবর

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১০:৫৪ পিএম

রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টায় কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ৭টি কলেজের নিজ নিজ ক্যাম্পাসে। মানসম্পন্ন প্রশ্নপত্র হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন শিক্ষার্থীরা।

জানা যায়, দুই অনুষদে ৪ হাজার ৪৯৮টি আসনের বিপরীতে আবেদন পড়ে ২৪ হাজার ৯৪টি। সেই হিসেবে প্রতি আসনের জন্য লড়াই করেন ৬ জন শিক্ষার্থী। মানসম্পন্ন প্রশ্নপত্রে নতুন বিশ্ববিদ্যালয়ে আলোর সন্ধান দেখছেন শিক্ষার্থীরা। অনেক পরীক্ষার্থী বলছেন, পরীক্ষা অনেক সহজ হয়েছে। বিশেষ করে ইংরেজি অনেক সহজ হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যেন দ্বিতীয় ঢাবি হয়। এটা যেন প্রভাবশালী বিশ্ববিদ্যালয় হয়, সেটাই চাওয়া। এদিকে, ঢাকা কলেজ ক্যাম্পাসে পরীক্ষা পরিদর্শনে আসেন বিশ্ববিদ্যালয়টির অন্তর্বর্তী প্রশাসক এ কে এম ইলিয়াস। তিনি বলেন, নতুন এই বিশ্ববিদ্যালয় ইতিহাস সৃষ্টি করবে।

এ কে এম ইলিয়াস বলেন, শুরুটা খুব সুন্দর হয়েছে। আশা করি, নতুন একটা প্রত্যাশা নিয়ে এটি চলবে সুন্দর করে। ভর্তি পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কাটা যাবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x